Saturday, December 12, 2015

If you learn to love the dear

If you learn to love the dear

If you learn to love the dear
The earth will be filled with green ply.
The light will rise in darkness from the face.
Drainage from pests love the blue lotus will be born.
If you learn to love the dear
The golden light of dawn and the birds,
You can sing the song.
The new suit will be disguised as a result of the nature of the new day,
Would call love.
If you learn to love the dear
Happy to come down on the youth of old age.
Love will be the first step on the horns of the garden.
Can not drop out of the lover cry tears.
You can not drop any more tears to cry lover.
If you learn to love the dear
Severe winter or summer chest,
Peace will come breeze.
Summer storm suddenly stop,
You can see the imposing blue sky of autumn.
Monochord violin, guitar, sing your name all.
If you learn to love the dear
Violence can be forgotten for three centuries,
Most will have a new love.
Dew grass fields will be filled with compassion,
Be full of emptiness,
Do not get the pain will evaporate into nothingness.

"«যদি ভালোবাসতে শেখো প্রিয়»"
*****স্বদেশ কুমার পাপ্পু******

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
সবুজে সবুজে ভরে থাকবে পৃথিবী॥
অন্ধকারে বুক থেকে জেগে উঠবে আলো॥
নর্দমার কীট থেকে জন্ম নেবে ভালোবাসার নীল পদ্ম॥

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
সোনালী ঊষার আলোয় পাখিরা,
গেয়ে যাবে গান॥
প্রতিদিন নতুন ভাবে নতুন সাজে সেজে উঠবে প্রকৃতির প্রান,
জানাবে ভালোবাসার আহ্বান॥

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
বার্ধক্যের বুকে নেমে আসবে যৌবনের ছাপ॥
ভালোবাসার উদ্যানে শৃঙ্গের বুকে ফেলবে প্রেমের ধাপ॥
অযথা অকারনে ভাংবে না মন আর,
ঝরবে না কোন আর প্রেমিকের চোখের জল॥

যদি ভালোবাসতে শেখ প্রিয়,
প্রচন্ড শীত কিংবা গ্রীষ্মের বুকে,
নেমে আসবে শান্তির হাওয়া॥
বৈশাখের ঝড় থেমে যাবে হঠাৎ,
দেখা যাবে শরৎ এর মনোরম নীল আকাশ॥
বেহালা গিটার একতারা সব গাইবে তোমার নাম॥

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
তিনশো শতাব্দীর মানুষ হিংসা ভুলে,
নতুন করে অফুরন্ত ভালোবাসা হবে॥
ঘাসের শিশিরের মমতায় ভরে থাকবে মাঠ-ঘাট,
সকল রিক্ততা পূর্ণতায় ভরে যাবে,
না পাওয়ার বেদনা উবে যাবে শূন্যতায়॥
(সম্পাদিত)

No comments:

Post a Comment

Saturday, December 12, 2015

If you learn to love the dear

If you learn to love the dear

If you learn to love the dear
The earth will be filled with green ply.
The light will rise in darkness from the face.
Drainage from pests love the blue lotus will be born.
If you learn to love the dear
The golden light of dawn and the birds,
You can sing the song.
The new suit will be disguised as a result of the nature of the new day,
Would call love.
If you learn to love the dear
Happy to come down on the youth of old age.
Love will be the first step on the horns of the garden.
Can not drop out of the lover cry tears.
You can not drop any more tears to cry lover.
If you learn to love the dear
Severe winter or summer chest,
Peace will come breeze.
Summer storm suddenly stop,
You can see the imposing blue sky of autumn.
Monochord violin, guitar, sing your name all.
If you learn to love the dear
Violence can be forgotten for three centuries,
Most will have a new love.
Dew grass fields will be filled with compassion,
Be full of emptiness,
Do not get the pain will evaporate into nothingness.

"«যদি ভালোবাসতে শেখো প্রিয়»"
*****স্বদেশ কুমার পাপ্পু******

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
সবুজে সবুজে ভরে থাকবে পৃথিবী॥
অন্ধকারে বুক থেকে জেগে উঠবে আলো॥
নর্দমার কীট থেকে জন্ম নেবে ভালোবাসার নীল পদ্ম॥

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
সোনালী ঊষার আলোয় পাখিরা,
গেয়ে যাবে গান॥
প্রতিদিন নতুন ভাবে নতুন সাজে সেজে উঠবে প্রকৃতির প্রান,
জানাবে ভালোবাসার আহ্বান॥

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
বার্ধক্যের বুকে নেমে আসবে যৌবনের ছাপ॥
ভালোবাসার উদ্যানে শৃঙ্গের বুকে ফেলবে প্রেমের ধাপ॥
অযথা অকারনে ভাংবে না মন আর,
ঝরবে না কোন আর প্রেমিকের চোখের জল॥

যদি ভালোবাসতে শেখ প্রিয়,
প্রচন্ড শীত কিংবা গ্রীষ্মের বুকে,
নেমে আসবে শান্তির হাওয়া॥
বৈশাখের ঝড় থেমে যাবে হঠাৎ,
দেখা যাবে শরৎ এর মনোরম নীল আকাশ॥
বেহালা গিটার একতারা সব গাইবে তোমার নাম॥

যদি ভালোবাসতে শেখো প্রিয়,
তিনশো শতাব্দীর মানুষ হিংসা ভুলে,
নতুন করে অফুরন্ত ভালোবাসা হবে॥
ঘাসের শিশিরের মমতায় ভরে থাকবে মাঠ-ঘাট,
সকল রিক্ততা পূর্ণতায় ভরে যাবে,
না পাওয়ার বেদনা উবে যাবে শূন্যতায়॥
(সম্পাদিত)

No comments:

Post a Comment