What if you are in love!
I love how common mental illness?The question is not fun at all.
Scientists have pondered of considerable research.
At the end of the study, it's got to tell the stories of today.
fall in love
What is the reaction when the body is in love with her?
Increased heart rate,
If hands to sweat,
What is it like inside the stomach of a cockroach wander.
Scientists, in a kind of hormone that promotes excitement and those of its response.
What is the name for the hormone is so excited that in mind?
Because hormone
If the body and mind are in love with the response to testosterone, a hormone responsible for. If any man be attracted to someone of the opposite sex began to increase testosterone.
Love was in the initial stage increased heartbeat,
Symptoms such as trembling hands.
It is seen to fall in love with humans testosterone is much higher than all the other people!
Love addiction
Love is the highest level of dopamine in the fall.
Other name of this hormone, 'happiness hormone'.
This is the hormone that fly just in love but it is not functioning,
Although dopamine is boosted or cigarette cocaine intoxication.
For this reason, many of the same fall in love and intoxication.
Crazy about the
The hormone serotonin, which has a kind of joy in our mind and stabilizes emotions. When in love, serotonin decreases. As a result, it is difficult to control emotions lovers. They can not feel anything except love.
Love is the catalyst
Love is the palpitations,
Adrenalina of the hormones in the body concerned is increased.
When these hormone levels, decreased appetite.
To eat less of the body to be broken down quickly.
Everlasting trust
After three to four months to fall in love with a status usually comes about.
So begins another work of love hormone Oksitosin.
At the time of this hormone in the body odors,
Usually when breast-feeding mother, then is made.
Loves this hormone is produced.
This is due to the hormones that are more intimate relations between two lovers.
When the two lovers kiss,
Oksitosin hormone body is made of the two.
And that leads to two long-term relationships.
জেনে নিন প্রেমে পড়লে কি হয় !
ভালোবাসা আর মানসিক অসুস্থতায় কতটা মিল? প্রশ্নটা মোটেই মজা করে করা হয়নি৷ বিজ্ঞানীরা রীতিমতো গবেষণা করে এর উত্তর খুঁজেছেন৷ গবেষণা শেষে কী পেয়েছেন তা জানাতেই আজকের এই প্রতিবেদন।প্রেমে পড়া
প্রেমে পড়লে শরীরে তার কী কী প্রতিক্রিয়া হয়? হৃদস্পন্দন বেড়ে যায়, হাত ঘামতে থাকে, পেটের ভেতর কেমন শিরশির করে যেন একটা আরশোলা ঘুরে বেড়ায়৷ বিজ্ঞানীরা দেখেছেন, এক ধরণের হরমোন আমাদের মনে উত্তেজনা ছড়ায় আর তার প্রতিক্রিয়া হিসেবেই ওইসব ঘটে৷ যে হরমোনের জন্য মন এত উতলা হয় তার নাম কী?
যার কারণে
প্রেমে পড়লে দেহ-মনে যেসব প্রতিক্রিয়া হয় তার জন্য দায়ী টেস্টোস্টেরন নামের এক হরমোন৷ কোনো মানুষ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হলে টেস্টোস্টেরন বাড়তে শুরু করে৷ প্রেমের ওই প্রাথমিক ধাপেই দেখা দেয় হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, হাত কাঁপার মতো উপসর্গগুলো৷ দেখা গেছে, প্রেমে পড়া মানুষের দেহে অন্য সব মানুষের তুলনায় টেস্টোস্টেরন অনেক বেশি থাকে!
প্রেমের নেশা
প্রেমের সর্বোচ্চ পর্যায়ে কাজে নেমে পড়ে ডোপামিন৷ এই হরমোন-এর অন্য নাম, ‘সুখের হরমোন’৷ শুধু প্রেমে পড়লেই যে এই হরমোন ক্রিয়াশীল হয় তা কিন্তু নয়, কোকেন বা সিগারেটের নেশা করলেও ডোপামিন উজ্জীবিত হয়৷ এ কারণেই অনেকে বলেন, প্রেমে পড়া আর নেশা করা একই৷
পাগলপ্রায়
সেরোটোনিন নামে এক ধরণের হরমোন আছে যা আমাদের মনের আনন্দ আর আবেগকে স্থির রাখে৷ প্রেমে পড়লে সেরোটোনিন কমে যায়৷ ফলে প্রেমিক-প্রেমিকার আবেগ সংবরণ কষ্টসাধ্য হয়ে পড়ে৷ তারা তখন ভালোবাসার মানুষটিকে ছাড়া আর কিছু ভাবতেই পারেনা৷
আড়ালের আরেক প্রভাবক
প্রেমের যে পর্যায়ে বুক ধড়ফড় করে, হাত ঘামায় তখন অ্যাড্রেনালিন নামের একটা হরমোনও খুব বেড়ে যায়৷ এই হরমোনের মাত্রা বেড়ে গেলে ক্ষুধা কমে যায়৷ কম খাওয়া-দাওয়া করার ফলে শরীর দ্রুত ভেঙে পড়তে থাকে৷
চিরকালীন আস্থা
প্রেমে পড়ার তিন-চার মাস পর সাধারণত সম্পর্কে একটা স্থিতি আসে৷ তখন শুরু হয় আরেক হরমোন অকসিটোসিনের কাজ৷ এই হরমোন দেহে বিশেষ বিশেষ মুহূ্র্তে, যেমন মা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, তখন তৈরি হয়৷ এই হরমোনের কারণে দু-জনের সম্পর্কটা আরো ঘনিষ্ঠ হয়৷ প্রেমিক-প্রেমিকা যখন চুম্বন করে, তখনও দুজনের শরীরে অকসিটোসিন তৈরি হয়৷ আর এভাবেই দুজন দীর্ঘস্থায়ী সম্পর্কের পথে এগিয়ে যায়৷
No comments:
Post a Comment