Grass Flowers
Grass flowers begged to be -'Dew' Now leave me,
The night ended sunrise views.
So the night were like a hug
Now the winter is cold to me,
All have love, warmth, affection.
Dew says
Do not be ungrateful Grass Flowers
What do you want me to craft out.
Grass Flowers said you love the night -
SOP did laps around the body,
Farmers in the coming, shame.
"Dew says call me the sun -
Go running, should I bathe him,
Throughout the day, the sky will then attached.
You ' Grass Flowers ' Slower day, yeah
I love honey bumble bee fly,
Mou will make a honey what you returned.
What will be the end of the day i
Would weak, your head down,
Come, I will love-dawn nightlife.
ঘাস ফুল ।
ঘাস ফুল মিনতি করে কয় -'শিশির' এবার আমায় ছেড়েদে ,
যামিনী গেছে চলে দেখ সূর্যোদয় ।
সারা রাত তো জড়িয়ে ছিলি -
এখন শীত শীত করছে আমায় ,
সোহাগে , সোহাগে উষ্ণতা সবই নিলি ।
ব্যথা ভরা চোখে 'শিশির' বলে -
অকৃতজ্ঞ হোস না রে 'ফুলী' ,
আমাকে তাড়াতে চাস কোন ছলে ।
'ফুলী' বলে তোর রাতের সজ্জা -
সারা অঙ্গ চেটে করেছিস সিক্ত ,
কিষানরা আসছে মাঠে, লজ্জা লজ্জা ।
'শিশির' বলে দিবাকর ডাকবে আমায় -
ছুটে যাব , করাবো তাকে স্নান ,
তারপর থাকবো সারাদিন আকাশের মায়ায় ।
তুই 'ফুলী' সারাদিন মজে থাকবি -
অলি আর মধু মক্ষিকার প্রেমে ,
লুটবে মৌমধু তুই কি পাবি ।
বেলা শেষে কি থাকবে তোর-
মিইয়ে যাবি , লুটিয়ে তোর মাথা ,
আসবো, সোহাগে রাখবো নিশি-ভোর ।
... মাহবুবুল আলম ।
No comments:
Post a Comment