Sunday, July 10, 2016

`Taking panic' Dewan Abdul Basit Chaudhry's poetry



Taking panic
Today crazy nation whose hands prisoners,
Poison shed tears of anguish
The wave goes up,
River of Life rivers.

The ever-present pain away, wailing,
Save the prisoner screaming in his country
The city of nudity scandal.

Dust sitting on the ground crying dawn rises
Comes the night scared
Flower bud after hiding
Alas it.
There is no smile on the crowd taking panic.
আতঙ্ক ধরায় "

জাতী আজ দিশেহারা বন্দি কার হাতে ,
মনের কষ্ট বিষে ঝরে অশ্রু
ঢেউ তুলে চলে যায় ,
জীবনের স্রোতস্বিনী নদে ।

ব্যথা বহে চলে সদা তুলে হাহাকার ,
আপন দেশে বন্দি হয়ে বাঁচাও চিত্কার
নগর নগ্নতার কলঙ্ক নিয়ে ।

উষা উঠে কাঁদে বসে মাটির ধুলোয়
নিশী আসে ভীত হয়ে
কুসুম লুকায়ে পড়ে
করে হায় হায় ।
জনতার হাসি নাই আতঙ্ক ধরায় ।

দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী

No comments:

Post a Comment

Sunday, July 10, 2016

`Taking panic' Dewan Abdul Basit Chaudhry's poetry



Taking panic
Today crazy nation whose hands prisoners,
Poison shed tears of anguish
The wave goes up,
River of Life rivers.

The ever-present pain away, wailing,
Save the prisoner screaming in his country
The city of nudity scandal.

Dust sitting on the ground crying dawn rises
Comes the night scared
Flower bud after hiding
Alas it.
There is no smile on the crowd taking panic.
আতঙ্ক ধরায় "

জাতী আজ দিশেহারা বন্দি কার হাতে ,
মনের কষ্ট বিষে ঝরে অশ্রু
ঢেউ তুলে চলে যায় ,
জীবনের স্রোতস্বিনী নদে ।

ব্যথা বহে চলে সদা তুলে হাহাকার ,
আপন দেশে বন্দি হয়ে বাঁচাও চিত্কার
নগর নগ্নতার কলঙ্ক নিয়ে ।

উষা উঠে কাঁদে বসে মাটির ধুলোয়
নিশী আসে ভীত হয়ে
কুসুম লুকায়ে পড়ে
করে হায় হায় ।
জনতার হাসি নাই আতঙ্ক ধরায় ।

দেওয়ান আব্দুল বাসিত চৌধুরী

No comments:

Post a Comment