Sunday, September 20, 2015

সফটওয়ার এর Serial Key কিভাবে সংগ্রহ করা যায়



যারা  সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করেন তাদের জন্য সফটওয়ারের Serial Key একটা সমস্যা কারণ এই Serial Key এর  জন্য সয়টাওয়ার গুলো একটা নিদৃষ্ট সময়ের পর অকার্যকর হয়ে পড়ে অথবা সফটওয়ারের  শতভাগ কার্যক্ষমতার সুবিধা পাওয়া যায় না
কারণ আমাদের ব্যবহারকৃত  বেশীরভাগ সফটওয়্যার ডেমো ভার্সন আর এই ডেমো ভার্সনকে অরজিনাল করার জন্যে দরকার Crack File বা Serial Key.
 এই Serial Key বের করার সহজ উপায় দেখাবো আজ
 আশা করি এর মাধ্যমে সহজেই প্রয়েজনীয়  সফটওয়্যারের Serial Key বের করতে পারবেন
এবার দেখুন কিভাবে কাঙ্খিত সফটওয়ারের Serial Key পেতে পারেন
ধরুন আপনার WinUtilities PRO 11.4 সফটওয়ার সফটওয়ারের Serial Key প্রয়োজন
প্রথমে Google যান এখান থেকে।নিচের ছবির মতো প্রদর্শিত হবে।


তারপর Google সার্চ বক্সে আপনার সফটওয়্যারের নাম এবং সাথে যোগ চিহ্ন দিয়ে এই কোডটি (+94fbr) লিখুন

Google সার্চ বক্সে  আপনার লেখাটি হবে এমন -WinUtilities PRO 11.4 Setup+94fbr
উপরের ছবিটি দেখুনঠিক এভাবেই লিখুন ।

 নিচের ছবির মত আসবে

এখানে থেকেই আপনি নিয়ে নিন আপনার কাঙ্খিত সফটওয়ার +  সফটওয়ারের Serial Key

উইনইউলিটি ব্যবহার সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ক্লিক করুন

Saturday, September 19, 2015

Jar Chhaya Porechhe Moner Ayna-te


নিশীতা 
  
ছায়াছবি
ফেরদৌসী রহমান
 যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, গো তুমি নয়

হৃদয়ে আমার সুরের আবেশ
ছড়িয়ে দিলে গো।।
তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।

 শিল্পীঃ ফেরদৌসী রহমান ও নিশীতা    

  সুরকারঃ সত্যসাহা
 গীতিকারঃ    আব্বাস উদ্দিন আহমদ
 বছরঃ  ‍১৯৭৬

Friday, September 18, 2015

চোখ যে মনের কথা বলে

কনক চাঁপা

কন্ঠ শিল্পী-খন্দকার নূরুল আলম
ছায়া ছবি-১
 
ছায়াছবি-২
 


চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।
শিল্পীঃ খন্দকার নূরুল আলম ,কনক চাঁপা
অ্যালবামঃ যে আগুনে পুড়ি
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক



দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার
সাত নদী হার কলঙ্ক।।
শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি
মরমের আগুন এখন দ্বিগুন আমার
দিবস রাতি নিঃসঙ্গ।।
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকেতে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।
শিল্পীঃ  সাবিনা ইয়াসমিন ও কনক চাঁপা
সুরকারঃ  সত্য সাহা
গীতিকারঃ  মো: রফিকুজ্জামান
বছরঃ  ১৯৭৭

ও মোর ময়না গো .. শিল্পীঃ লতা মঙ্গেশকর ও কনক চাঁপা




মোর ময়না গো .. মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
মোর ময়না গো
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
সবুজে সবুজে ভরা বনানী ..ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
সবুজে সবুজে ভরা বনানী ..ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ময়না গো
মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
দাওরে দাওরে মেলে পাখনা
ময়না গো
মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
মোর ময়না গো
 শিল্পীঃ লতা মঙ্গেশকর ও কনক চাঁপা
  অ্যালবামঃ পুজা ১৯৭৫
  সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সলিল চৌধুরী
  বছরঃ ১৯৭৫

Sunday, September 20, 2015

সফটওয়ার এর Serial Key কিভাবে সংগ্রহ করা যায়



যারা  সফটওয়ার ডাউনলোড করে ব্যবহার করেন তাদের জন্য সফটওয়ারের Serial Key একটা সমস্যা কারণ এই Serial Key এর  জন্য সয়টাওয়ার গুলো একটা নিদৃষ্ট সময়ের পর অকার্যকর হয়ে পড়ে অথবা সফটওয়ারের  শতভাগ কার্যক্ষমতার সুবিধা পাওয়া যায় না
কারণ আমাদের ব্যবহারকৃত  বেশীরভাগ সফটওয়্যার ডেমো ভার্সন আর এই ডেমো ভার্সনকে অরজিনাল করার জন্যে দরকার Crack File বা Serial Key.
 এই Serial Key বের করার সহজ উপায় দেখাবো আজ
 আশা করি এর মাধ্যমে সহজেই প্রয়েজনীয়  সফটওয়্যারের Serial Key বের করতে পারবেন
এবার দেখুন কিভাবে কাঙ্খিত সফটওয়ারের Serial Key পেতে পারেন
ধরুন আপনার WinUtilities PRO 11.4 সফটওয়ার সফটওয়ারের Serial Key প্রয়োজন
প্রথমে Google যান এখান থেকে।নিচের ছবির মতো প্রদর্শিত হবে।


তারপর Google সার্চ বক্সে আপনার সফটওয়্যারের নাম এবং সাথে যোগ চিহ্ন দিয়ে এই কোডটি (+94fbr) লিখুন

Google সার্চ বক্সে  আপনার লেখাটি হবে এমন -WinUtilities PRO 11.4 Setup+94fbr
উপরের ছবিটি দেখুনঠিক এভাবেই লিখুন ।

 নিচের ছবির মত আসবে

এখানে থেকেই আপনি নিয়ে নিন আপনার কাঙ্খিত সফটওয়ার +  সফটওয়ারের Serial Key

উইনইউলিটি ব্যবহার সম্পর্কে আরো জানতে চাইলে এখানে ক্লিক করুন

Saturday, September 19, 2015

Jar Chhaya Porechhe Moner Ayna-te


নিশীতা 
  
ছায়াছবি
ফেরদৌসী রহমান
 যার ছায়া পড়েছে মনের আয়নাতে
সে কি তুমি নও, গো তুমি নয়

হৃদয়ে আমার সুরের আবেশ
ছড়িয়ে দিলে গো।।
তুমি কী গো ছবি হয়ে থাকবে
কখনও কী নাম ধরে ডাকবে
তুমি মোর অন্তর, ছুয়ে ছুয়ে কেন যাও না
যদি ছবি নয় তবু কথা কও।।
চোখে চোখ বলিতে কী চাও গো
ভরা জলে ঢেউ কেন দাও গো
মনচোর তুমি মোর, বল বল কিছু বল না
জানি ছবি নয়, শুধু ছবি নয়।।

 শিল্পীঃ ফেরদৌসী রহমান ও নিশীতা    

  সুরকারঃ সত্যসাহা
 গীতিকারঃ    আব্বাস উদ্দিন আহমদ
 বছরঃ  ‍১৯৭৬

Friday, September 18, 2015

চোখ যে মনের কথা বলে

কনক চাঁপা

কন্ঠ শিল্পী-খন্দকার নূরুল আলম
ছায়া ছবি-১
 
ছায়াছবি-২
 


চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।
শিল্পীঃ খন্দকার নূরুল আলম ,কনক চাঁপা
অ্যালবামঃ যে আগুনে পুড়ি
সুরকারঃ খন্দকার নূরুল আলম
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার

দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক



দুঃখ আমার, আমার বাসর রাতের পালঙ্ক
নিন্দা আমার প্রেম উপহার
সাত নদী হার কলঙ্ক।।
শাষণ বেড়ী দুই পায়ে মল পড়েছি
আর আপবাদে কালি আছে
দুই চোখে তাই পড়েছি
মরমের আগুন এখন দ্বিগুন আমার
দিবস রাতি নিঃসঙ্গ।।
সুখের সাথে ঘর করা তাই হল না
এই বুকেতে থাকা কাঁটাটাকে
পর করা তাই হল না
কপালের লিখন এখন বসন হয়ে
জড়িয়ে আছে অঙ্গ।।
শিল্পীঃ  সাবিনা ইয়াসমিন ও কনক চাঁপা
সুরকারঃ  সত্য সাহা
গীতিকারঃ  মো: রফিকুজ্জামান
বছরঃ  ১৯৭৭

ও মোর ময়না গো .. শিল্পীঃ লতা মঙ্গেশকর ও কনক চাঁপা




মোর ময়না গো .. মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
মোর ময়না গো
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
দূর দূর দূর দুর্ পানে আনমনে চাহিয়া
কি বিরাগের রাগিনী যাও গাহিয়া
সবুজে সবুজে ভরা বনানী ..ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
সবুজে সবুজে ভরা বনানী ..ফুরাবে ফাগুন বুঝি জানোনি ?
হায়রে হায়রে বুঝি তা জানোনি
ময়না গো
মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
মোর ময়না গো
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
ঝর ঝর ঝর দু নয়ন ঝরঝর ঝরায়ে
কেন থাকো, বিষাদে মন ভরায়ে ?
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
যা কিছু হারায়ে গেল যাকনা
নীল আকাশে মেলো পাখনা
দাওরে দাওরে মেলে পাখনা
ময়না গো
মোর ময়না গো
কার কারণে তুমি একলা ?
কার বিহনে বিহনে দিবা নিশি যে উতলা ?
সে তো আসবে না সে তো ফিরবে না ফিরবে না
মোর ময়না গো
 শিল্পীঃ লতা মঙ্গেশকর ও কনক চাঁপা
  অ্যালবামঃ পুজা ১৯৭৫
  সুরকারঃ সলিল চৌধুরী
গীতিকারঃ সলিল চৌধুরী
  বছরঃ ১৯৭৫