Saturday, January 13, 2018

উন্নয়ন মেলা


উন্নয়ন মেলা

সম্প্রতি অনুষ্ঠিত  হলো সরকারের উন্নয়ন মেলা ।
আমার মতে, উন্নয়ন মেলা হলো দৃশ্যমান রঙচঙ্গার গানা বাজনার অস্থায়ী অবকাঠামোর সরকারের প্রসংশার স্তুতির প্রচারণা ।
এই মেলায় কিছু সংখ্যক মানুষের মনকে আকর্ষিত করতে পারে ,কাউকে চেতনায় গর্বিত করতে পারে ,কিন্তু চলমান দুর্নীতি ,লুটপাট বন্ধে প্রকৃত উন্নয়নের নিমিত্ত চেতনাবান হওয়ার উপকরণের অভাবের বিপরীতে চেতনার রাজনীতি বহমানের উপকরণ দৃশ্যমান হয় , এ অবস্থায় জনগণের উপকারার্থে অংশগ্রহণ লক্ষনীয় ভাবে অনুপস্থিত ।
উপরুন্তু  সরকার তথা জনগণের বিদ্যুৎ ,অর্থ ও শ্রমঘন্টা অপচয় এমনভাবে লক্ষনীয় যে,উন্নয়ন মেলা চলাকালীন সেবা প্রত্যাশী জনগণ সংশ্লিষ্ট অফিসে কর্মচারীকে অফিসে না পাওয়ায় প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত হতে  হয় ।
তবুও এই অভাগা বৈষম্যের  বঙ্গদেশে জনগণের সমস্যার চেয়ে সরকারের চটকদার প্রচারণাই সকল সময় মহান থেকেছে।

সুনামগঞ্জ জেলার দিরাই পৌর শহরস্থিত শুকুরনগর গ্রামের ছবির দৃশ্যটি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে,
উন্নয়ন মেলার সারবাণী হলো ছবির বাঁশের সাঁকোর মতো । চমৎকার ভাবে দৃশ্যমান আছে , কিন্তু জনগণের উপকার নির্ণয়ের উপায় নাই ।
তবুও বলা যায় এই বাঁশের সাঁকোতে জনগণের প্রচেষ্ঠা আছে ,অংশ গ্রহণ আছে। উন্নয়ন মেলায় তাও নেই ।
কারণ জনগণের উপকার বা সুবিধা ভোগ করা হলো প্রকৃত উন্নয়ন এবং সেখানেই জনগণের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ নিশ্চিত হয় । নতুবা তা হতে পারে চলমান দলীয় দুর্নীতি.লুটপাটের জন ভোগান্তির বিপরীতে সরকারী ব্যায়ের রঙচঙ্গা সরকারী স্তুতির অনুষ্ঠান অনুশীলনের নতুন মাত্রার প্রথার শুরু ।

জয় বাংলা,
অভাগা বাংলা ।

Monday, October 2, 2017

মৃত্যু হতে পারে,যে কোন দিন, যে কোন সময়



মৃত্যু হতে পারে,যে কোন দিন, যে কোন সময়

মনে হলো অজানা কোন দেশে চলে এসেছি
পরিচিত কয়েকজনকে দেখলাম নিজেদের মধ্যে আলাপ চারিতায় মশগুল
আশ্চর্য ! বৃদ্ধ যে তাকে এখানে যুবক দেখাচ্ছে।একটি চোখ কানা ছিল উনার।এখন দুটি চোখই ভাল এবং যুবক তিনি
এমনকি আমার সেই ক্লাস ফোরের আট নয় বছরের সহপাটী বন্ধুটিও এখানে যুবক!
সবাই সুস্বাস্থের যুবা বয়সের হলেও মুখের আদলে চিনতে ভুল হচ্ছে না
এই যে উপস্থিত মধ্যবয়সী আমার সহকর্মী,এখানে হাস্যেজ্জ্বল সুখী যুবক তিনি
জিজ্ঞেস করলাম,‘আপনারা কেমন আছেন।
অদ্ভুত সমস্বরে উত্তর এলো,‘আমরা যেমন থাকতে চেয়েছি,তেমন ভাল আছি।
উত্তরটা রহস্যজনক মনে হলেও উনারা যে ভাল আছেন এটুকু বুঝতে পারলাম
হঠাৎ একজন বললেন,‘আসেন ভাই আমাদের সাথে যোগ দিন।
বললাম,‘আমি পরিবেশে অভ্যস্ত নই
পরিবেশটি ছিল উন্নত নির্মল পবিত্র এবং আরাধ্য
তিনি আশ্চর্য হয়ে বললেন,
-‘আপনি কি এর চেয়ে ভাল পরিবেশ পেয়েছেন?’
-‘তা নয়,আমি সাধারণ পরিবেশে স্বাচ্ছন্দ বোধ করি।এই অতি পবিত্র পরিবেশে অস্বস্থি বোধ করছি
হঠাৎ বাল্য বন্ধুটি একটু হেসে বললো,‘আরে তিনি তো আরো কিছুদিন বাঁচবেন।
এখানে সবাই যুবা এবং আপনি বলে সম্বোধন করা যেনো নিয়ম
তার কথায় অন্যরাও হেসে উঠলেন
তাদের এই অদ্ভুদ রহস্যের যুক্তিহীন হাস্যরসের কোন কারণ বুঝতে না পেরে বোকার মতো স্তব্দ হয়ে রইলাম
হঠাৎ করে স্মরণ হলো যেনো ,এই যে যুবক বাল্য বন্ধুটির কথা। তিনি ঝড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন সেই চতুর্থশ্রেনীতে অধ্যায়নের সময় সে কাহিনীতো বহু বছর আগের !
আর যে কলিগটি কয়েকদিন আগে মারা গেছেন কিডনী রোগে, চীর যুবকবেশে সুস্থ সবল তিনিও যে এখানে উপবিষ্ট !সুখী ,সন্তেষ্টি পরিতৃপ্তির হাসি লেগে রয়েছে তার চেহারা মুবারকে।
হঠাৎ উপলব্দি হলো যেনো আরে এখানে উপস্থিত সবাই যে মৃত
কিন্তু এখানে জীবিত এবং সুখী সন্তেষ্টিতে আছেন তাঁরা
কোন দেশ !
অদ্ভুত!!
মৃত সব জীবিত !
আমি মৃত নাকি জীবিত !
ভয় পেযে গেলাম
ঘুম ভেঙ্গে গেল
স্বপ্ন দেখছিলাম !
কানে তখনো বাজছিল মৃত বাল্য বন্ধুটির উক্তি,
আরে তিনি তো আরো কিছুদিন বাঁচবেন।
ভাবলাম মৃত্যু নিকটেও হতে পারে,যে কোন দিন, যে কোন সময়

Sunday, September 24, 2017

মানবতাহীন ভাটীর টানে

মানবতাহীন ভাটীর টানে  

Khaja Ali Amjad Mahbub

মোহগ্রস্থ্য জীবন মানবতা পতিত অতল
চেপে বসানো পাপ কলংক দুষিত পূণ্য সকল
নীতিহীন দেশ ত্যাজ্যবিত্তের দেমাগী রসাতল
সুবিধার প্রচারিত নীতি হতাশা জনগণের গরল ।
স্বজনপ্রীতি ,দুর্নীতি ,লুটপাটের নিত্য পসার
ছিল এক অতি মহান সকল অধমের বসবাস ?
অভিশপ্ত দেশ বাড়ে সুবিধাবাদ জনগনের দীর্ঘশ্বাস
লুটপাটে পুষ্টি বাড়ে চেতনার ভাষণে আশ্বাস !
স্বার্থের বর্মে জোর করে দখল করা গদীতে দিল
নির্লজ্জ্ব দাবী এ পিতার অর্জন অন্যেরা জাহিল
সুবিধাবাদী চেতনায় মৃত জনসেবা জনগণ কাহিল
নিজদেশে অত্যাচারে বিভক্তি সুবিধাবাদী ঝিলমিল।
নোবেল আজ মানবতার দোষণ রাক্ষুসীর অস্র নাঙ্গা
পদ্মা মেঘনার ভাটী আছে,ভাটীর টানে কি রক্ত গঙ্গা !
মানবতাহীন দেশে ভাটীর টানে আসছে যেনো রোহিঙ্গা ?
বাঙালির কেনো মুক্তি নাই আজন্ম পাপী কেন বাংলা ?

Sunday, August 13, 2017

আপনার পার্সওয়ার্ড কি হ্যাক হয়েছে? এক্ষুণি জেনে নিন



আপনার পার্সওয়ার্ড  কি  হ্যাক হয়েছে? এক্ষুণি জেনে নিন


ইন্টারনেটের যুগে কোনো কাজই এর সাহায্য ছাড়া সম্ভব নয় তার ওপর স্মার্টফোনের দাপটে দিনে ১৮ ঘণ্টা অনলাইন থাকার প্রবণতা বাড়ছে কিন্তু ভেবে দেখেছেন, আপনার অ্যাকাউন্ট কি কখনও হ্যাক হয়েছে? জানার ইচ্ছে হয়নি, কেউ পাসওয়র্ড ক্র্যাক করে দিনের পর দিন আপনার ব্যক্তিগত তথ্য দেখছে বা চুরি করছে কিনা?
যদি ইচ্ছে হয়ে থাকে তবে তা খুব একটা ভুল নয়। কারণ পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট খোলার চাবি। যার সাহায্যে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য এমনকী সম্পত্তিও চুরি হয়ে যেতে পারে!
প্রায় মাস খানেক আগে একটি সমীক্ষায় প্রকাশিত হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতি ১০ মিনিটে একটি করে সাইবার ক্রাইম সংঘটিত হয়েছে ভারতে
কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, সম্প্রতি হয়ে যাওয়া ্যানসামওয়্যার ভাইরাস অ্যাটাকের পর থেকে পাসওয়র্ড হ্যাক করা আরো সহজ হয়ে গেছে
বিশ্বের দিকে তাকালে হ্যাকড হওয়া পাসওয়র্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ মিলিয়ন, যা রীতিমতো আতঙ্কিত করছে বিশেষজ্ঞদের। প্রতি দিন হ্যাকারদের দাপট বাড়ছে। তাদের আটকানোর জন্য নানা রকম ব্যবস্থা নিলেও নিত্যনতুন পন্থায় হ্যাক হচ্ছে ওয়েবসাইট এবং সাধারণ মানুষের অ্যাকাউন্ট
সম্প্রতি ‘Have I Been Pwned’ নামে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে, যাতে চাইলে যে কেউ নিজেদের পাসওয়ার্ড কখনও হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন। অস্ট্রেলিয়া নিবাসী সাইবার সিক্যুরিটি বিশেষজ্ঞ ট্রয় হান্ট এই টুলটি তৈরি করেছেন
লিঙ্কে ক্লিক করে যে পেজটি খুলবে তাতে পাসওয়র্ড টাইপ করার একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। তাতে নিজের পাসওয়র্ড টাইপ করে পাশের PAWNED? বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যাবতীয় তথ্য। যদি হ্যাক হয়ে থাকে, তবে দেরি না করে অবিলম্বে পাসওয়র্ড পাল্টে ফেলার পরামর্শ দিচ্ছে ট্রয়

Saturday, January 13, 2018

উন্নয়ন মেলা


উন্নয়ন মেলা

সম্প্রতি অনুষ্ঠিত  হলো সরকারের উন্নয়ন মেলা ।
আমার মতে, উন্নয়ন মেলা হলো দৃশ্যমান রঙচঙ্গার গানা বাজনার অস্থায়ী অবকাঠামোর সরকারের প্রসংশার স্তুতির প্রচারণা ।
এই মেলায় কিছু সংখ্যক মানুষের মনকে আকর্ষিত করতে পারে ,কাউকে চেতনায় গর্বিত করতে পারে ,কিন্তু চলমান দুর্নীতি ,লুটপাট বন্ধে প্রকৃত উন্নয়নের নিমিত্ত চেতনাবান হওয়ার উপকরণের অভাবের বিপরীতে চেতনার রাজনীতি বহমানের উপকরণ দৃশ্যমান হয় , এ অবস্থায় জনগণের উপকারার্থে অংশগ্রহণ লক্ষনীয় ভাবে অনুপস্থিত ।
উপরুন্তু  সরকার তথা জনগণের বিদ্যুৎ ,অর্থ ও শ্রমঘন্টা অপচয় এমনভাবে লক্ষনীয় যে,উন্নয়ন মেলা চলাকালীন সেবা প্রত্যাশী জনগণ সংশ্লিষ্ট অফিসে কর্মচারীকে অফিসে না পাওয়ায় প্রয়োজনীয় সেবা হতে বঞ্চিত হতে  হয় ।
তবুও এই অভাগা বৈষম্যের  বঙ্গদেশে জনগণের সমস্যার চেয়ে সরকারের চটকদার প্রচারণাই সকল সময় মহান থেকেছে।

সুনামগঞ্জ জেলার দিরাই পৌর শহরস্থিত শুকুরনগর গ্রামের ছবির দৃশ্যটি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে,
উন্নয়ন মেলার সারবাণী হলো ছবির বাঁশের সাঁকোর মতো । চমৎকার ভাবে দৃশ্যমান আছে , কিন্তু জনগণের উপকার নির্ণয়ের উপায় নাই ।
তবুও বলা যায় এই বাঁশের সাঁকোতে জনগণের প্রচেষ্ঠা আছে ,অংশ গ্রহণ আছে। উন্নয়ন মেলায় তাও নেই ।
কারণ জনগণের উপকার বা সুবিধা ভোগ করা হলো প্রকৃত উন্নয়ন এবং সেখানেই জনগণের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ নিশ্চিত হয় । নতুবা তা হতে পারে চলমান দলীয় দুর্নীতি.লুটপাটের জন ভোগান্তির বিপরীতে সরকারী ব্যায়ের রঙচঙ্গা সরকারী স্তুতির অনুষ্ঠান অনুশীলনের নতুন মাত্রার প্রথার শুরু ।

জয় বাংলা,
অভাগা বাংলা ।

Monday, October 2, 2017

মৃত্যু হতে পারে,যে কোন দিন, যে কোন সময়



মৃত্যু হতে পারে,যে কোন দিন, যে কোন সময়

মনে হলো অজানা কোন দেশে চলে এসেছি
পরিচিত কয়েকজনকে দেখলাম নিজেদের মধ্যে আলাপ চারিতায় মশগুল
আশ্চর্য ! বৃদ্ধ যে তাকে এখানে যুবক দেখাচ্ছে।একটি চোখ কানা ছিল উনার।এখন দুটি চোখই ভাল এবং যুবক তিনি
এমনকি আমার সেই ক্লাস ফোরের আট নয় বছরের সহপাটী বন্ধুটিও এখানে যুবক!
সবাই সুস্বাস্থের যুবা বয়সের হলেও মুখের আদলে চিনতে ভুল হচ্ছে না
এই যে উপস্থিত মধ্যবয়সী আমার সহকর্মী,এখানে হাস্যেজ্জ্বল সুখী যুবক তিনি
জিজ্ঞেস করলাম,‘আপনারা কেমন আছেন।
অদ্ভুত সমস্বরে উত্তর এলো,‘আমরা যেমন থাকতে চেয়েছি,তেমন ভাল আছি।
উত্তরটা রহস্যজনক মনে হলেও উনারা যে ভাল আছেন এটুকু বুঝতে পারলাম
হঠাৎ একজন বললেন,‘আসেন ভাই আমাদের সাথে যোগ দিন।
বললাম,‘আমি পরিবেশে অভ্যস্ত নই
পরিবেশটি ছিল উন্নত নির্মল পবিত্র এবং আরাধ্য
তিনি আশ্চর্য হয়ে বললেন,
-‘আপনি কি এর চেয়ে ভাল পরিবেশ পেয়েছেন?’
-‘তা নয়,আমি সাধারণ পরিবেশে স্বাচ্ছন্দ বোধ করি।এই অতি পবিত্র পরিবেশে অস্বস্থি বোধ করছি
হঠাৎ বাল্য বন্ধুটি একটু হেসে বললো,‘আরে তিনি তো আরো কিছুদিন বাঁচবেন।
এখানে সবাই যুবা এবং আপনি বলে সম্বোধন করা যেনো নিয়ম
তার কথায় অন্যরাও হেসে উঠলেন
তাদের এই অদ্ভুদ রহস্যের যুক্তিহীন হাস্যরসের কোন কারণ বুঝতে না পেরে বোকার মতো স্তব্দ হয়ে রইলাম
হঠাৎ করে স্মরণ হলো যেনো ,এই যে যুবক বাল্য বন্ধুটির কথা। তিনি ঝড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন সেই চতুর্থশ্রেনীতে অধ্যায়নের সময় সে কাহিনীতো বহু বছর আগের !
আর যে কলিগটি কয়েকদিন আগে মারা গেছেন কিডনী রোগে, চীর যুবকবেশে সুস্থ সবল তিনিও যে এখানে উপবিষ্ট !সুখী ,সন্তেষ্টি পরিতৃপ্তির হাসি লেগে রয়েছে তার চেহারা মুবারকে।
হঠাৎ উপলব্দি হলো যেনো আরে এখানে উপস্থিত সবাই যে মৃত
কিন্তু এখানে জীবিত এবং সুখী সন্তেষ্টিতে আছেন তাঁরা
কোন দেশ !
অদ্ভুত!!
মৃত সব জীবিত !
আমি মৃত নাকি জীবিত !
ভয় পেযে গেলাম
ঘুম ভেঙ্গে গেল
স্বপ্ন দেখছিলাম !
কানে তখনো বাজছিল মৃত বাল্য বন্ধুটির উক্তি,
আরে তিনি তো আরো কিছুদিন বাঁচবেন।
ভাবলাম মৃত্যু নিকটেও হতে পারে,যে কোন দিন, যে কোন সময়

Sunday, September 24, 2017

মানবতাহীন ভাটীর টানে

মানবতাহীন ভাটীর টানে  

Khaja Ali Amjad Mahbub

মোহগ্রস্থ্য জীবন মানবতা পতিত অতল
চেপে বসানো পাপ কলংক দুষিত পূণ্য সকল
নীতিহীন দেশ ত্যাজ্যবিত্তের দেমাগী রসাতল
সুবিধার প্রচারিত নীতি হতাশা জনগণের গরল ।
স্বজনপ্রীতি ,দুর্নীতি ,লুটপাটের নিত্য পসার
ছিল এক অতি মহান সকল অধমের বসবাস ?
অভিশপ্ত দেশ বাড়ে সুবিধাবাদ জনগনের দীর্ঘশ্বাস
লুটপাটে পুষ্টি বাড়ে চেতনার ভাষণে আশ্বাস !
স্বার্থের বর্মে জোর করে দখল করা গদীতে দিল
নির্লজ্জ্ব দাবী এ পিতার অর্জন অন্যেরা জাহিল
সুবিধাবাদী চেতনায় মৃত জনসেবা জনগণ কাহিল
নিজদেশে অত্যাচারে বিভক্তি সুবিধাবাদী ঝিলমিল।
নোবেল আজ মানবতার দোষণ রাক্ষুসীর অস্র নাঙ্গা
পদ্মা মেঘনার ভাটী আছে,ভাটীর টানে কি রক্ত গঙ্গা !
মানবতাহীন দেশে ভাটীর টানে আসছে যেনো রোহিঙ্গা ?
বাঙালির কেনো মুক্তি নাই আজন্ম পাপী কেন বাংলা ?

Sunday, August 13, 2017

আপনার পার্সওয়ার্ড কি হ্যাক হয়েছে? এক্ষুণি জেনে নিন



আপনার পার্সওয়ার্ড  কি  হ্যাক হয়েছে? এক্ষুণি জেনে নিন


ইন্টারনেটের যুগে কোনো কাজই এর সাহায্য ছাড়া সম্ভব নয় তার ওপর স্মার্টফোনের দাপটে দিনে ১৮ ঘণ্টা অনলাইন থাকার প্রবণতা বাড়ছে কিন্তু ভেবে দেখেছেন, আপনার অ্যাকাউন্ট কি কখনও হ্যাক হয়েছে? জানার ইচ্ছে হয়নি, কেউ পাসওয়র্ড ক্র্যাক করে দিনের পর দিন আপনার ব্যক্তিগত তথ্য দেখছে বা চুরি করছে কিনা?
যদি ইচ্ছে হয়ে থাকে তবে তা খুব একটা ভুল নয়। কারণ পাসওয়ার্ড আপনার অ্যাকাউন্ট খোলার চাবি। যার সাহায্যে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য এমনকী সম্পত্তিও চুরি হয়ে যেতে পারে!
প্রায় মাস খানেক আগে একটি সমীক্ষায় প্রকাশিত হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতি ১০ মিনিটে একটি করে সাইবার ক্রাইম সংঘটিত হয়েছে ভারতে
কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম জানিয়েছে, সম্প্রতি হয়ে যাওয়া ্যানসামওয়্যার ভাইরাস অ্যাটাকের পর থেকে পাসওয়র্ড হ্যাক করা আরো সহজ হয়ে গেছে
বিশ্বের দিকে তাকালে হ্যাকড হওয়া পাসওয়র্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ মিলিয়ন, যা রীতিমতো আতঙ্কিত করছে বিশেষজ্ঞদের। প্রতি দিন হ্যাকারদের দাপট বাড়ছে। তাদের আটকানোর জন্য নানা রকম ব্যবস্থা নিলেও নিত্যনতুন পন্থায় হ্যাক হচ্ছে ওয়েবসাইট এবং সাধারণ মানুষের অ্যাকাউন্ট
সম্প্রতি ‘Have I Been Pwned’ নামে একটি ওয়েবসাইট তৈরি হয়েছে, যাতে চাইলে যে কেউ নিজেদের পাসওয়ার্ড কখনও হ্যাক হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে পারেন। অস্ট্রেলিয়া নিবাসী সাইবার সিক্যুরিটি বিশেষজ্ঞ ট্রয় হান্ট এই টুলটি তৈরি করেছেন
লিঙ্কে ক্লিক করে যে পেজটি খুলবে তাতে পাসওয়র্ড টাইপ করার একটি নির্দিষ্ট জায়গা রয়েছে। তাতে নিজের পাসওয়র্ড টাইপ করে পাশের PAWNED? বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন যাবতীয় তথ্য। যদি হ্যাক হয়ে থাকে, তবে দেরি না করে অবিলম্বে পাসওয়র্ড পাল্টে ফেলার পরামর্শ দিচ্ছে ট্রয়