Sunday, September 13, 2015

মনের রঙে রাঙাবো


রন্টি
   (ছায়াছবি)কন্ঠ- সেলিনা আজাদ

    মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে তরুলতা।।
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো।।
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা।।
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

শিল্পীঃ   সেলিনা আজাদ  ও রন্টি
  সুরকারঃ আজাদ রহমান
 গীতিকারঃ আজাদ রহমান
  বছরঃ ১৯৭০

আমি হব সকাল বেলার পাখি


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে - চাটগাইয়া গান

সালমা

 
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে, চাটগাইয়া গান


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে !!

শিল্পী -সালমা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

ভূপের হাজারিকা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে ্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

শিল্পীঃ ভূপেন হাজারিকা

ভিডিও - https://youtu.be/t-Qlc9pp4Js

Saturday, September 12, 2015

Up late at night is harmful for women !


Today, many people do not sleep at night. Internet, smart phones and chatting with friends on Facebook and spent awake during the night, men and women. Enumerations spent awake during the night, the majority of men and women. But did you know that women have a detrimental effect on waking up extra nights?

In particular, women are bearing any child should wake up at night. If the lamp is switched on the lights at night, and again and again, your body decreases production of fertility hormones.
Russell, professor of cellular biology at the University of Texas, according to the rates of women in the process of conception and the natural environment is important to keep in the dark. Embryo protection and the environment is important to grow in the dark.
Pineal gland gland in the brain The process is very important to the success of the pregnancy hormone in the dark melatonin.
So those who wish to conceive their lights off at a certain time every day should be resting. According to Reiter melatonin Properties antioxidant protects the eggs, free radical Damage.
According to researchers, women who are trying to conceive or are suffering from pregnancy complications every day for at least 8 hours of sleep at night, the lights off in a totally dark environment.

Beautiful women

Most men feel attracted to beautiful women. Research by British scientists, the women's body mass index in 4 of the 248 men who want to make partner. Britain and the other 9 countries in this study was conducted on 1,300 men and women.   The participants were asked to picture frame 1 of the women less than the attractiveness of the list to make. According to both men and women the same choice. The body mass index of 19 of the women who have taken over as the most attractive picture.

Healthy physical structure and production capacity of the survival of the two traits are considered. These features are found to exist in the body.

Obese women with diabetes, heart disease, low production capacity, etc. are at risk of physical illness. Obese women found that instead of lower production capacity.

In the past, obese people had the ability to surprise, to survive the famine. They could make the body fat results. At the present time it is being said, appealing to body fat to a certain extent possible.

Funded by the National Science Foundation of China in the world of researchers in this study of 10 different organizations. The study has been published in the journal Pierce.


গাড়ি চলে না চলে না

শাহ্‌ আব্দুল করিম


চলে না রে, গাড়ি চলে না।
Shah Abdul Karim

       


চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে,
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে।।
ডাইনামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে।।
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর।।
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।।

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না........


সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

Friday, September 11, 2015

চোখ যে মনের কথা বলে

শিল্পীঃ খন্দকার নূরুল আলম

চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।


শিল্পীঃ খন্দকার নূরুল আলম 
অ্যালবামঃ যে আগুনে পুড়ি 
সুরকারঃ খন্দকার নূরুল আলম 
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বিভাগঃ ছায়াছবি



Ganer khathay Sorolipi lekhe ki hobe







 কনকচাঁপা
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শিল্পীঃ রুনা লায়লা

শুধু বেহিসাবে পড়ে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৬৯

Basu Koulagi, Faisal Muhammad, Femina Syfa, Rahmath ullah Raju &VIKTOR BRAZENOFF






Thursday, September 10, 2015

Djilda G, Femina Syfa, Jan Ove Walle & Rahmath ullah Raju





নাইয়া রে নায়ের বাদাম তুইলা


নাইয়া রে নায়ের বাদাম তুইলা  
          নাইয়া রে নায়ের বাদাম তুইলা            
কোন দূরে যাও চইলা।
অচিনা সায়রের মাঝি
সেই কথা যাও বইলা।।
নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে
হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দু:খে জ্বইলা
কোন দূরে যাও চইলা
নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে
বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।

শিল্পীঃআবাদুল আলীম
                                       ভিডিও-

O boat sail sailor were otherwise
Any moves away.
undiscovered to talk to the sea Waterman ..
O sailor downstream countries
If you walk hijalatalira
If my Brother
Talk to me
Dying grief burns
Any moves away
How much heart, and reminded my sailor
Think fire
Forest fire that
Murray fires that burn.
I continue to trouble
Any moves away...

Singer. Abdul Alim

 

naseem albahr & zulfiqar butt



Arlette Matthijs,monty k & MOUTI Sakour




Wednesday, September 9, 2015

Jenn Iove




Trái Tim Mùa Đông


pattaraporn boonchoopirach


javed jaan


Elida Mahmutović


Acva Marina



মানুষ মানুষের জন্য



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষপেতে পারে না
ভূপেন হাজারিকা

বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু……….


·  শিল্পীঃ ভূপেন হাজারিকা

man to man
Life for life
What people can not get a little sympathy
oh! friends ....

People in the product
The livelihood of people
What a shame not to be able to come back to the old history?
oh! friends ......... ..

Tell Your loss
Deep river of life
If you cross over the weak people
If he is not the man people
Sometimes people are not monsters
Sometimes the monsters that people will not be ashamed of what you have?
......... oh! friends.

Singer Bhupen Hazarika

Semra Güler


Sunday, September 13, 2015

মনের রঙে রাঙাবো


রন্টি
   (ছায়াছবি)কন্ঠ- সেলিনা আজাদ

    মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।
আকাশে বাতাসে জাগবে
প্রানেরও কাঁপন
বনেতে মনেতে লাগবে
মধুরও লগন
ফুলেরা হাসবে
ভ্রমর আসবে
সুরেতে গাইবে তরুলতা।।
পাষাণেরও প্রান জাগাবো
প্রানেতে দোলা লাগাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো।।
আমি তো রবো না চিরদিন
রবে না এই ক্ষণ
হারানো স্মৃতিটি ছবিতে রবে গো তখন
যখনি দেখবে আমারি ছবি
মনেতে পড়বে কত কথা।।
তুলিরও ছোয়ায় এঁকে যাবো
ভাবনাগুলো রেখে যাবো
মনেরও রঙে রাঙাবো
বনেরও ঘুম ভাঙাবো
সাগর পাহাড় সাগর পাহাড়
সবাই যে কইবে কথা।।

শিল্পীঃ   সেলিনা আজাদ  ও রন্টি
  সুরকারঃ আজাদ রহমান
 গীতিকারঃ আজাদ রহমান
  বছরঃ ১৯৭০

আমি হব সকাল বেলার পাখি


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে - চাটগাইয়া গান

সালমা

 
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে, চাটগাইয়া গান


কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে ও ননাইরে
কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর কইলজার বডু ফরাণের আদ্দান
তোয়ারে ছাড়া না টিকে আঁর বিদেশ'ত ফরাণ
আর কোনদিন ন'জায়যুম আঁই-
আর কোনদিন ন'জায়যুম আঁই তোয়ারে ছাড়িয়া,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
তুই হইলা আঁর মধুর বাঁশি মনেরই আশা
তোঁয়ারে ছাড়া খোয়ানডে ফাইয়ুম ভালবাসা
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম-
সুন্দর সুন্দর গান শুনাইয়ুম নিশিত জাগিয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে
সিনার লগে বাঁধি রাইক্কুম তোঁয়ারে,
ও ন'নাইরে কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে !!

শিল্পী -সালমা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর

ভূপের হাজারিকা

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে ্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

শিল্পীঃ ভূপেন হাজারিকা

ভিডিও - https://youtu.be/t-Qlc9pp4Js

Saturday, September 12, 2015

Up late at night is harmful for women !


Today, many people do not sleep at night. Internet, smart phones and chatting with friends on Facebook and spent awake during the night, men and women. Enumerations spent awake during the night, the majority of men and women. But did you know that women have a detrimental effect on waking up extra nights?

In particular, women are bearing any child should wake up at night. If the lamp is switched on the lights at night, and again and again, your body decreases production of fertility hormones.
Russell, professor of cellular biology at the University of Texas, according to the rates of women in the process of conception and the natural environment is important to keep in the dark. Embryo protection and the environment is important to grow in the dark.
Pineal gland gland in the brain The process is very important to the success of the pregnancy hormone in the dark melatonin.
So those who wish to conceive their lights off at a certain time every day should be resting. According to Reiter melatonin Properties antioxidant protects the eggs, free radical Damage.
According to researchers, women who are trying to conceive or are suffering from pregnancy complications every day for at least 8 hours of sleep at night, the lights off in a totally dark environment.

Beautiful women

Most men feel attracted to beautiful women. Research by British scientists, the women's body mass index in 4 of the 248 men who want to make partner. Britain and the other 9 countries in this study was conducted on 1,300 men and women.   The participants were asked to picture frame 1 of the women less than the attractiveness of the list to make. According to both men and women the same choice. The body mass index of 19 of the women who have taken over as the most attractive picture.

Healthy physical structure and production capacity of the survival of the two traits are considered. These features are found to exist in the body.

Obese women with diabetes, heart disease, low production capacity, etc. are at risk of physical illness. Obese women found that instead of lower production capacity.

In the past, obese people had the ability to surprise, to survive the famine. They could make the body fat results. At the present time it is being said, appealing to body fat to a certain extent possible.

Funded by the National Science Foundation of China in the world of researchers in this study of 10 different organizations. The study has been published in the journal Pierce.


গাড়ি চলে না চলে না

শাহ্‌ আব্দুল করিম


চলে না রে, গাড়ি চলে না।
Shah Abdul Karim

       


চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।

মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে,
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।

ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে।।
ডাইনামা বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।

ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে।।
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।

আব্দুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর।।
সামনে বিষম অন্ধকার
করতেছি তাই ভাবনা।।

গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না........


সুর ও সঙ্গীতঃ শাহ্‌ আব্দুল করিম

Friday, September 11, 2015

চোখ যে মনের কথা বলে

শিল্পীঃ খন্দকার নূরুল আলম

চোখ যে মনের কথা বলে
চোখে চোখ রাখা শুধু নয়
চোখের সে ভাষা বুঝতে হলে
চোখের মত চোখ থাকা চাই।।
ছোট্ট এ মন কখনও চোখে
অনুরাগের পত্র লেখে
চিঠির সে ভাষা বুঝতে হলে
মনের মত মন থাকা চাই।।
তাই তো এ চোখ কখনও হাসে
অশ্রু জলে কখনও ভাসে
ভাবের সে ভাষা বুঝতে হলে
ছবির মত ছবি আঁকা চাই।।


শিল্পীঃ খন্দকার নূরুল আলম 
অ্যালবামঃ যে আগুনে পুড়ি 
সুরকারঃ খন্দকার নূরুল আলম 
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
বিভাগঃ ছায়াছবি



Ganer khathay Sorolipi lekhe ki hobe







 কনকচাঁপা
গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শিল্পীঃ রুনা লায়লা

শুধু বেহিসাবে পড়ে রবে।।

মন নিয়ে লুকোচুরি খেলে
কোনদিন যাবে পথে ফেলে।।
ফুরাবে আমার এ গান যবে
আমায় কি গো ডেকে নেবে, জানি
নেবে না, নেবে না, নেবে না।

যে কুড়ায় কাঁচের গুড়ো
পথের ধারে ঘিরে ফেলে
আচঁলে চন্দ্র ঢেকে
সে হয় খুশি পিদিম জ্বেলে।

গান শুনে ভাল লাগে যারে
এত দেখে চিনো নিকো তারে।।
ঠিকানা তোমার বল কবে
সুরের রেখায় একে দেবে, জানি
দেবে না, দেবে না, দেবে না।

গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে
জীবন খাতার ছিন্ন পাতায়
শুধু বেহিসাবে পড়ে রবে।।


শিল্পীঃ রুনা লায়লা
অ্যালবামঃ স্বরলিপি
সুরকারঃ সুবল দাস
গীতিকারঃ
গাজী মাজহারুল আনোয়ার
বছরঃ ১৯৬৯

Basu Koulagi, Faisal Muhammad, Femina Syfa, Rahmath ullah Raju &VIKTOR BRAZENOFF






Thursday, September 10, 2015

Djilda G, Femina Syfa, Jan Ove Walle & Rahmath ullah Raju





নাইয়া রে নায়ের বাদাম তুইলা


নাইয়া রে নায়ের বাদাম তুইলা  
          নাইয়া রে নায়ের বাদাম তুইলা            
কোন দূরে যাও চইলা।
অচিনা সায়রের মাঝি
সেই কথা যাও বইলা।।
নাইয়ারে ভাটির দেশে যাও
যদি তুমি হিজলতলির হাটে
হেথায় আমার ভাইজান থাকে
আমার কথা কইয়ো তাকে
মইলাম দু:খে জ্বইলা
কোন দূরে যাও চইলা
নাইয়ারে পরানে আর সইবে কত
আগুন জ্বলে মনে
বনের আগুন দেখতে পারে
মনের আগুন পুইড়া মারে।
ধিকিধিকি জ্বইলা
কোন দূরে যাও চইলা।।

শিল্পীঃআবাদুল আলীম
                                       ভিডিও-

O boat sail sailor were otherwise
Any moves away.
undiscovered to talk to the sea Waterman ..
O sailor downstream countries
If you walk hijalatalira
If my Brother
Talk to me
Dying grief burns
Any moves away
How much heart, and reminded my sailor
Think fire
Forest fire that
Murray fires that burn.
I continue to trouble
Any moves away...

Singer. Abdul Alim

 

naseem albahr & zulfiqar butt



Arlette Matthijs,monty k & MOUTI Sakour




Wednesday, September 9, 2015

Jenn Iove




Trái Tim Mùa Đông


pattaraporn boonchoopirach


javed jaan


Elida Mahmutović


Acva Marina



মানুষ মানুষের জন্য



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষপেতে পারে না
ভূপেন হাজারিকা

বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
বন্ধু……….


·  শিল্পীঃ ভূপেন হাজারিকা

man to man
Life for life
What people can not get a little sympathy
oh! friends ....

People in the product
The livelihood of people
What a shame not to be able to come back to the old history?
oh! friends ......... ..

Tell Your loss
Deep river of life
If you cross over the weak people
If he is not the man people
Sometimes people are not monsters
Sometimes the monsters that people will not be ashamed of what you have?
......... oh! friends.

Singer Bhupen Hazarika

Semra Güler