বন্ধুর নাম শোনাবে ফেসবুক
নাম এক, আর উচ্চারণ বিকৃত হয়ে দাঁড়াল আর এক। এমনটা তো হয়েই থাকে। বিশেষ করে ফেসবুকের বন্ধুদের ক্ষেত্রে এই ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।যেমন আপনি থাকেন বাংলাদেশে, আর ফেসবুক বন্ধু প্যারিসে। তার ফ্রেঞ্চ নাম সঠিকভাবে উচ্চারণ করা হয়তো আপনার পক্ষে কঠিন কিংবা আপনার বাঙালি নাম উচ্চারণ করাটা হয়তো তার পক্ষে কঠিন। নামের উচ্চারণের এই সমস্যা সমাধানে এবার নতুন সেবা আনছে ফেসবুক।
নতুন সেবার আওতায় মিলবে বন্ধুদের নামের সঠিক উচ্চারণ। সেবাটি নিয়ে গবেষণা শুরু করেছে ফেসবুক। নতুন এই ফিচারে কোনো প্রোফাইল খুললে তার নামের পাশেই থাকবে একটি অডিও শোনার অপশন। সেখানেই শোনা যাবে আসল উচ্চারণ। ফলে বন্ধুর নামের প্রকৃত উচ্চারণ শিখে নেওয়া যাবে সহজেই।
No comments:
Post a Comment