বাংলা বই ডাউনলোডের নতুন একটা সাইট রিভিউ বই পাগলরা ঘুরে আসতে পারেন
অনেকেই অন লাইনে বই পড়তে ভালবাসেন।বই পড়ুয়াদের জন্য নিম্নে একটি সাইটের সন্ধান দিলাম ।বই পডুন আর অবসর সময়ে প্রিয় বই পড়ার জন্য ডাউন লোড করে রাখতে পারেন।
অনলাইনে বাংলা বই পড়া ও ডাউনলোডের নতুন একটা ওয়েবসাইট ঠিকানা বলব আজ। ওয়েবসাইটির উপরে স্লাইড আকারে জনপ্রিয় বই গুলো প্রদর্শিত হয়। ক্যাটাগরী ও লেখকের নাম অনুযায়ী বাংলাদেশী ও ভারতীয় লেখকদের বই এর লিঙ্ক দেয়া আছে। এছাড়া সাইটটিতে বই সার্চ করে ডাউনলোডের ব্যবস্থা আছে। জনপ্রিয় ও সম্প্রতি আপলোড করা বইগুলো পাওয়া যাবে সাইডবারে। এছাড়া অনুবাদকৃত, বইমেলা, পাঠ্যবই, ম্যাগাজিন, ইসলামিক, কম্পিউটার, উপন্যাস, কবিতা, সাইন্সফিকশন, শিশুতোষ, নারীদের, ভ্রমণ কাহিনীসহ অসংখ্য বই রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে বাংলা সাহিত্যের জনপ্রিয় ২০০ বই এর বিরল সংগ্রহ আছে। কোন রকম রেজিষ্ট্রেশনের ঝামেলা ছাড়াই অনলাইনে পড়া ও ডাউনলোড করা যায় সহজেই। ওয়েবসাইটটিতে ঢুঁ মারতে চাইলে এখানে ক্লিক করুন।
No comments:
Post a Comment