আজকাল নেতার অনুসারীগণ জনসাধারনের কাছে নেতাদের
আরো বড় করে প্রচার ও প্রকাশ করার জন্য ‘সিংহ পূরুষ’ বিশেষণটি প্রয়োগ
করা হয় ।
যেমন ভাটির
বাংলার সিংহ পূরুষ ।
কিন্তু সিংহ
একটি হিস্র প্রাণী ।
সিংহ নিরীহ
তৃণভোজী প্রানীদের হত্যা করে রক্ত মাংস খায় ।
ক্ষুধার্ত
সিংহ নিজের বাচ্চাদের খেয়ে ফেলতে দ্বিধা করে না।
অর্থাৎ সিংহ
এমন একটি হিংস্র প্রাণী যার হিংস্রতায় কেহ নিরাপদ নয়,এর হিস্রতায় আক্রান্ত হতে পারে
যে কেউ।
যদি তাই সত্য
হয় ,তাহলে নেতার অনুসারীরা নেতাকে ‘সিংহ পূরুষ’ উপাধি বা বিশেষণ প্রচার করে জনসাধারণকে
কি বুঝাতে চাহেন ??
No comments:
Post a Comment