Showing posts with label POETRY কবিতা. Show all posts
Showing posts with label POETRY কবিতা. Show all posts

Monday, March 19, 2018

আশার বাস্তবতা



আশার বাস্তবতা

আপনি কি ছুঁতে পেরেছেন ?
স্বর্গ রাজ্যে তুলা মেঘের কোমলতায় পৌঁছেছেন ?
হাসলেন তিনি কোকিল কন্ঠী হাসি   রিন ঝিন তানে!
গব্বরের মানব আবার জিজ্ঞাসিল আপনি কি কোন মানবী ?
নাহ্..
সুদর্শণ ছেলে ?
নাহ্..
কে তবে ?
আবার রিন ঝিন শব্দে হাসলেন,-
আমি আশার বাস্তবতা , জানালেন
অন্ধকার গব্বরে পরে থাকা অলীক মায়ায় আচ্ছন্ন মানবটিকে,
তিনি আন্তরিক আহ্বান জানালেন চলে আসুন না এই যে এখানে
সত্য সুন্দর বিশ্বাসের আনন্দলোকে
সত্যি বলছি খুবই সহজ পথ জানেন ,-
একটু বিশ্বাস রাখুন সংঙ্গে আশা যদি একটু মানেন !
গব্বরের মানব ভাবনায় এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন অনেক দিনের বাস
এর অলীক মায়ার টান শত শত বছর অমোঘ নিরুৎসাহী স্বপ্নের দীর্ঘশ্বাস ,
বিশ্বাস হীনতার দ্বন্দে শত সংশয়ের বেরী শ্বাপদের হিংস্রতার
ছিন্ন করার প্রত্যয় নাশ নিত্য সৃষ্ট জড়ায় আচ্ছন্ন কুসংস্কার
স্বার্থ এখনে তরবারির ক্ষুরধার নিষ্টুর আঘাত করে নিত্য মানবতা
নিয়তির ভাগ্য নির্ভর অসহায় জীবন অন্ধ বিশ্বাসের পূজারী মেলা
এক দল নর মানব মংস খায় অন্য দল করে রক্ত পানের উল্লাস
সত্য প্রতিষ্ঠা নয় প্রচারে চলতে থাকে মিথ্যার বেসাতির স্বার্থের কোরাস
এক পূজারী পূজার দুধ অভাবনীয় অপর পূজারীর মন্দিরে অনল সামাজিকতায়
এখানে বিষ মননের দম্ভ সে ভাল নেই আমি ভাল আছি রূপক অমানবিকতায়
বিদ্বেষে বেড়ে উঠা জীবনে স্বার্থের অশান্তির ভাবনায়
বৈষম্য এখানে অহংকারের স্বস্থি অভিশাপ দরিদ্রতায়
শান্তি এখানে হাসিলে স্বার্থ নামক ভোগবাদ তার কৃপা যেনো উপরিওলা
এই অভিশপ্ত নিয়ম ভাঙার নেইকো আশার সাহস সবি ভাগ্য বিধাতা
তাইতো চীরদিন এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন হতাশ বসবাস
অনিয়মই নিয়ম, অনিয়ম ভেংগে নিয়ম করার হয়না সাহস
গব্বরের মানব স্তবিরতায় অতিষ্ঠ সময়ে চকিতে দূরের আলোক প্রান্ত দেখে দেথে
শান্তনা খোঁজে অবুঝ মনে আশার বাস্তবতা হেসে ছিল চলে গিয়েছিল সে পথ দিয়ে !!


Sunday, September 24, 2017

মানবতাহীন ভাটীর টানে

মানবতাহীন ভাটীর টানে  

Khaja Ali Amjad Mahbub

মোহগ্রস্থ্য জীবন মানবতা পতিত অতল
চেপে বসানো পাপ কলংক দুষিত পূণ্য সকল
নীতিহীন দেশ ত্যাজ্যবিত্তের দেমাগী রসাতল
সুবিধার প্রচারিত নীতি হতাশা জনগণের গরল ।
স্বজনপ্রীতি ,দুর্নীতি ,লুটপাটের নিত্য পসার
ছিল এক অতি মহান সকল অধমের বসবাস ?
অভিশপ্ত দেশ বাড়ে সুবিধাবাদ জনগনের দীর্ঘশ্বাস
লুটপাটে পুষ্টি বাড়ে চেতনার ভাষণে আশ্বাস !
স্বার্থের বর্মে জোর করে দখল করা গদীতে দিল
নির্লজ্জ্ব দাবী এ পিতার অর্জন অন্যেরা জাহিল
সুবিধাবাদী চেতনায় মৃত জনসেবা জনগণ কাহিল
নিজদেশে অত্যাচারে বিভক্তি সুবিধাবাদী ঝিলমিল।
নোবেল আজ মানবতার দোষণ রাক্ষুসীর অস্র নাঙ্গা
পদ্মা মেঘনার ভাটী আছে,ভাটীর টানে কি রক্ত গঙ্গা !
মানবতাহীন দেশে ভাটীর টানে আসছে যেনো রোহিঙ্গা ?
বাঙালির কেনো মুক্তি নাই আজন্ম পাপী কেন বাংলা ?

Tuesday, September 13, 2016

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

কারো ঈদের চাঁদ হাসে 
পাশে গাছের মরা ডাল
কারো বাড়ি জলে ভাসে
গঙ্গার জল হলো যে কাল ।
কারো ঈদের চাঁদ হাসে 
জিলহজ্জ্ব মাসের দশ তারিখে
গরীবের ঈদ আনন্দ মাংসেরতালাসে
কারো ঈদ আনন্দের বৈষম্যের আবেশে ।
ঈদের আনন্দ আর কি রয় ?
বয়লারে পুড়ে প্রিয়জন কয়লা হয় ?
যাত্রা বিড়ম্ভনায় মরে কেউ ট্রেনের ছাদে,
দায়ি জন ব্যস্ত থাকেন কথার অবকাশে।
ঈদের আনন্দ তার কি হয় ?
যানজটে ষাড় মরে হায়
লোকসানী যাতনা কেমনে সয় ?
দু:খী হৃদয় স্তব্দ হয়!
গরু কিনা লক্ষ টাকায়
বড় লোকির দম্ভ বেজায়
কারো ঈদ মাংস খাওয়ায়
কোরবানি হয় ঘুষের টাকায়

ঈদের দিনে ভিক্ষাবৃত্তি
বড় জনের সৌজন্য প্রীতি
এতেই বাড়ে তার খ্যাতি ?
ইহাই কি ধনী গরীবের সম্প্রীতি ?

কারো ঈদ বোনাসে হয়
কোটি টাকার পার্সেন্টিজ
ঈদের খরচ লক্ষ টাকায়
নইলে থাকে কি প্রেষ্টিজ ?

কারো ফাইল লটকে রাখে
তেল চোরার খোয়াড়ে !
দূর্বিসহ জীবন নষ্ট
লাভের কসরত হয় পাপিষ্ঠ !

অতপরেও আনন্দ মোদের কাম্য !
কথার মালায় হয় শান্তির সাম্য ?
জীবন প্রাণ সুন্দর হোক
ঈদ মোবারক, ঈদ মোবারক !!



Tuesday, June 28, 2016

Love is not defeat



Love is not defeat.

Love sky
Love the moon
Love river
Love flowers
Dear ones love
Love the country
This love does not have any bass
Love is not defeat.
 Love is never defeated.

Love the name of loving kindness.
Love is the duty of responsibility where there is a strong presence of love.
Increases the strength of love, peace and happiness in the society.
The mother loves the child, for the love of the mother and the child is not to give evidence.
Love is an instinct of the creature,
Love is not by works,
Love becomes automatically.
But it is the duty of love is involved with.
When a child loves his father or mother shall be the duty of responsibility with love.
Or else the world may well be the cause of evil in society.
Oiysi felt bitterness towards such parents.
She became a woman unloved.
Because he had killed his father and mother.
  Missing due to his duty of responsible conduct because the parents were evil.
The children of parents killed by an abnormal event.
This is the tragic and very sad to say that the father of one society could not accept.
Love should be mutual understanding between husband and wife.
Mutual respect between husband and wife will be staying.
Otherwise, they might fall in love rhythm.



Wednesday, June 22, 2016

কবিতা - আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার নেই কোন ন্যায় পন্থা,
পানি দিয়ে বিস্কুট খায় স্বাদ তার নোনতা।
রক্ত মেপে দেখে সে ডায়বেটিসের শংকা,
ভাবেনা সে একদিন তার হবে যে অক্কা।
সুবিচারের নামে সে কষ্ট দেয় সদা মানুষকে,
মূল্যবোধ হ্রাসের কারণ সে দোষ দেয় সম্প্রদায়কে।
মরণ তারে সদাই ডাকে সুক্ষ সে রশির টানে,
অভিশাপের বিষের তীর ছোটে যায় তার পানে।
এতো কিছু হবার পরও বিশ্বাস যে তার অল্প,
তবু তার হয়না শেষ বড় হবার গল্প ।
এভাবেই সে হতভাগ্য জানেনা সে কভু
বিচার তার হবে যে ছাড়বেন না মহা প্রভু ।
জীবনের অর্থ জানে না মনে ভরা তার দম্ভ,
মানুষদের উপকারে লাগে না অনর্থ যার কম্ম।
তার কারণে কষ্টের জীবন,দু:খী মানুষের চেখের জল,
নেকী গুলো তার পাপ হয়ে যায়,এটা তার কর্ম ফল।
শান্তনার ভাগ্য খুজে কেউ ফুটপাতে গিয়ে,
অত্যাচারীর ভাগ্য লেখা পড়ে শুনায় অবুঝ পাখী টিয়ে ।।

-খাজা আলী আমজাদ মাহবুব

Saturday, June 11, 2016

।।স্বাস্থ্য সেবা।।

।।স্বাস্থ্য সেবা।।

নিশ্চিত করতে হবে দরিদ্রদের স্বাস্থ্য সেবা,
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আজকের হক কথা।
তার কথায় প্রীত সকল অনুসারী সূধী মহল
বাস্তবতা দূরস্ত,গরীবের নয়নে কষ্টের জল।
সেবিকাদের জীবন ধারণের দাবি ছিল চাই চাকুরী ,
দেশের রাজা ,করে লাঠিপেটা, তারা যে সরকারী ।
সেবা দানের প্রশিক্ষণ ছিল,মমতা তাদের ধর্ম,
লাঠিপেটা হলো নার্স জানেন না সে পাপের মর্ম ?
দীনহীনে দিন আনে দিন খায়,আজীবনের সাজা,
নূন্যতম জীবন ধারণের জন্য নেই কোন মহাজনের দিশা।
স্বাস্থ্যকর জীবন ধারণ হয়না বাচা তাদের কভু,
ভাল কথার মালা সাজান শুধু,তারা যে সদাই প্রভু।
তাইতো তারা অস্বাস্থ্যকর পরিবেশে করে জীবন আহরণ
ডাস্ট বিনের ভাঙ্গারি মাল সংগ্রহে এই গরীবের জীবন ধারণ।
জীবন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে রোগাক্রান্ত,
বৈষম্যের বিষের তীরে কেন এরা সদা আক্রান্ত ?
ক্লিন ঢাকার অভিশাপ আবর্জনায় মানুষের জীবন
বড় মানুষ আরো বড় হন, হুশ হবে তাদের কখন.. ?

খাজা আলী অামজাদ মাহবুব

Friday, May 20, 2016

ট্রেনের নাম কালনী এক্সপ্রেস


।।ট্রেনের নাম কালনী এক্সপ্রেস ।।

ছন্দের তালে তালে চলে হেলে দোলে,
সাত সকালে না চড়লে যাবে সে চলে,
সকালের কোমল আবহাওয়ায় শোভনীয বেশ,
ইন্টার সিটি ট্রেন কালনী এক্সপ্রেস।
সিলেট হতে ঢাকা সদা চলাচল তার,
যেতে পারেন ইচ্ছে হলে,বন্ধ শুক্রবার।
আরামদায়ক ভ্রমণে ছন্দ আর গতির ,
কখনো আনন্দের কখনো বিরক্তির।
যেমন গায়ক বেহালা বাজায় গানে,
মন ভরে যায় তার সূরের তানে,
প্রতিবন্ধী মিশু ভিক্ষা চাহে গীতের ছলে,
কেহ দেন না তারে অবহেলায় ঠেলে,
অসহায় অক্ষম ভিক্ষা করে জীবনের কারণে,
ভিক্ষা দেন জগত পালকের স্মরণে
সক্ষম করেছেন যিনি সকলেরে।
যখন হয় পানির পিপাসা,
ঠান্ডা পানি নিয়ে হাজির ফেরিওয়ালা।
মাঝ পথে হয়ে যায় যাত্রীদের ভীর,
বিনা টিকেটের লোকজন ?
মনে বিদ্ধ হয় সন্দেহের তীর ?

হঠাত কি জানি কি কারণে বচসা হয় দুজনের,
বিরক্তির কারণ হয় সব সজ্জনের,
তখন পুলিশ টিটির দেখা যায় না ছায়া,
প্রতি ষ্টেশন অন্তর বাড়ে মানুষের কায়া।
অধিক জনসংখ্যার সমস্যা আর অভাবের দেশ বাংলাদেশ,
তারি মধ্যে চলচল করে কালনী এক্সপ্রেস।।


Sunday, May 8, 2016

কালনী নদীর আনাড়ি মাঝি

 কালনী নদীর আনাড়ি মাঝি

কালনী নদীর বৈশাখী পানি
ছোট্ট আমার ডিঙ্গি খানি
শখের বশে বৈঠা টানি
আনাড়ি এক মাঝি আমি !

Friday, April 22, 2016

।।জাঁহাপনা ঈমানদার ।।



।।জাঁহাপনা ঈমানদার ।।
কৃষক আর্জি জানালেন,-
জাঁহাপনা ঈমানদার !
কাঁদে না আপনার পরা?
ফসলের মাঠ আজ জলাশয়,
শক্ত বাঁধ হলো না কেন মহাশয়?
জাঁহাপনা ঈমানদার !
কে জামিনদার ?’

জাঁহাপনা হুঙ্কার দিলেন,
জলের কাজ জলে করেছে
মাটির বাঁধের তাতে দোষ কি রে ?
প্রশ্ন করিস আমার তরে !
দুঃসাহস তোর, সকলি ডরে !
আল্লাহর ধর্ম আল্লাহ করেছে
তোর কি তাতে যায় আসে !?’

কৃষক হাতজোড় করি কহিলেন,-
মাফ করিবেন সমাজ পতি,
আপনার বিনা নেই যে মোর গতি ।

অতপর মহাশয় ছবক দিলেন,-
ফিরে যা !সদা জপা চাই মোর জয় গান,
তাতেই তোর বাঁচবে জীবন মান

অবশেষে কৃষক আসিলেন ফিরে
মহাশয়ের মহা বানী নিয়ে, ধীরে।
জাহাপনা ঈমানদার !
জয়ের মালা বারংবার !
Showing posts with label POETRY কবিতা. Show all posts
Showing posts with label POETRY কবিতা. Show all posts

Monday, March 19, 2018

আশার বাস্তবতা



আশার বাস্তবতা

আপনি কি ছুঁতে পেরেছেন ?
স্বর্গ রাজ্যে তুলা মেঘের কোমলতায় পৌঁছেছেন ?
হাসলেন তিনি কোকিল কন্ঠী হাসি   রিন ঝিন তানে!
গব্বরের মানব আবার জিজ্ঞাসিল আপনি কি কোন মানবী ?
নাহ্..
সুদর্শণ ছেলে ?
নাহ্..
কে তবে ?
আবার রিন ঝিন শব্দে হাসলেন,-
আমি আশার বাস্তবতা , জানালেন
অন্ধকার গব্বরে পরে থাকা অলীক মায়ায় আচ্ছন্ন মানবটিকে,
তিনি আন্তরিক আহ্বান জানালেন চলে আসুন না এই যে এখানে
সত্য সুন্দর বিশ্বাসের আনন্দলোকে
সত্যি বলছি খুবই সহজ পথ জানেন ,-
একটু বিশ্বাস রাখুন সংঙ্গে আশা যদি একটু মানেন !
গব্বরের মানব ভাবনায় এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন অনেক দিনের বাস
এর অলীক মায়ার টান শত শত বছর অমোঘ নিরুৎসাহী স্বপ্নের দীর্ঘশ্বাস ,
বিশ্বাস হীনতার দ্বন্দে শত সংশয়ের বেরী শ্বাপদের হিংস্রতার
ছিন্ন করার প্রত্যয় নাশ নিত্য সৃষ্ট জড়ায় আচ্ছন্ন কুসংস্কার
স্বার্থ এখনে তরবারির ক্ষুরধার নিষ্টুর আঘাত করে নিত্য মানবতা
নিয়তির ভাগ্য নির্ভর অসহায় জীবন অন্ধ বিশ্বাসের পূজারী মেলা
এক দল নর মানব মংস খায় অন্য দল করে রক্ত পানের উল্লাস
সত্য প্রতিষ্ঠা নয় প্রচারে চলতে থাকে মিথ্যার বেসাতির স্বার্থের কোরাস
এক পূজারী পূজার দুধ অভাবনীয় অপর পূজারীর মন্দিরে অনল সামাজিকতায়
এখানে বিষ মননের দম্ভ সে ভাল নেই আমি ভাল আছি রূপক অমানবিকতায়
বিদ্বেষে বেড়ে উঠা জীবনে স্বার্থের অশান্তির ভাবনায়
বৈষম্য এখানে অহংকারের স্বস্থি অভিশাপ দরিদ্রতায়
শান্তি এখানে হাসিলে স্বার্থ নামক ভোগবাদ তার কৃপা যেনো উপরিওলা
এই অভিশপ্ত নিয়ম ভাঙার নেইকো আশার সাহস সবি ভাগ্য বিধাতা
তাইতো চীরদিন এই অন্ধকার গব্বরে উদ্বিগ্ন হতাশ বসবাস
অনিয়মই নিয়ম, অনিয়ম ভেংগে নিয়ম করার হয়না সাহস
গব্বরের মানব স্তবিরতায় অতিষ্ঠ সময়ে চকিতে দূরের আলোক প্রান্ত দেখে দেথে
শান্তনা খোঁজে অবুঝ মনে আশার বাস্তবতা হেসে ছিল চলে গিয়েছিল সে পথ দিয়ে !!


Sunday, September 24, 2017

মানবতাহীন ভাটীর টানে

মানবতাহীন ভাটীর টানে  

Khaja Ali Amjad Mahbub

মোহগ্রস্থ্য জীবন মানবতা পতিত অতল
চেপে বসানো পাপ কলংক দুষিত পূণ্য সকল
নীতিহীন দেশ ত্যাজ্যবিত্তের দেমাগী রসাতল
সুবিধার প্রচারিত নীতি হতাশা জনগণের গরল ।
স্বজনপ্রীতি ,দুর্নীতি ,লুটপাটের নিত্য পসার
ছিল এক অতি মহান সকল অধমের বসবাস ?
অভিশপ্ত দেশ বাড়ে সুবিধাবাদ জনগনের দীর্ঘশ্বাস
লুটপাটে পুষ্টি বাড়ে চেতনার ভাষণে আশ্বাস !
স্বার্থের বর্মে জোর করে দখল করা গদীতে দিল
নির্লজ্জ্ব দাবী এ পিতার অর্জন অন্যেরা জাহিল
সুবিধাবাদী চেতনায় মৃত জনসেবা জনগণ কাহিল
নিজদেশে অত্যাচারে বিভক্তি সুবিধাবাদী ঝিলমিল।
নোবেল আজ মানবতার দোষণ রাক্ষুসীর অস্র নাঙ্গা
পদ্মা মেঘনার ভাটী আছে,ভাটীর টানে কি রক্ত গঙ্গা !
মানবতাহীন দেশে ভাটীর টানে আসছে যেনো রোহিঙ্গা ?
বাঙালির কেনো মুক্তি নাই আজন্ম পাপী কেন বাংলা ?

Tuesday, September 13, 2016

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

ঈদ মোবারক, ঈদ মোবারক !!

কারো ঈদের চাঁদ হাসে 
পাশে গাছের মরা ডাল
কারো বাড়ি জলে ভাসে
গঙ্গার জল হলো যে কাল ।
কারো ঈদের চাঁদ হাসে 
জিলহজ্জ্ব মাসের দশ তারিখে
গরীবের ঈদ আনন্দ মাংসেরতালাসে
কারো ঈদ আনন্দের বৈষম্যের আবেশে ।
ঈদের আনন্দ আর কি রয় ?
বয়লারে পুড়ে প্রিয়জন কয়লা হয় ?
যাত্রা বিড়ম্ভনায় মরে কেউ ট্রেনের ছাদে,
দায়ি জন ব্যস্ত থাকেন কথার অবকাশে।
ঈদের আনন্দ তার কি হয় ?
যানজটে ষাড় মরে হায়
লোকসানী যাতনা কেমনে সয় ?
দু:খী হৃদয় স্তব্দ হয়!
গরু কিনা লক্ষ টাকায়
বড় লোকির দম্ভ বেজায়
কারো ঈদ মাংস খাওয়ায়
কোরবানি হয় ঘুষের টাকায়

ঈদের দিনে ভিক্ষাবৃত্তি
বড় জনের সৌজন্য প্রীতি
এতেই বাড়ে তার খ্যাতি ?
ইহাই কি ধনী গরীবের সম্প্রীতি ?

কারো ঈদ বোনাসে হয়
কোটি টাকার পার্সেন্টিজ
ঈদের খরচ লক্ষ টাকায়
নইলে থাকে কি প্রেষ্টিজ ?

কারো ফাইল লটকে রাখে
তেল চোরার খোয়াড়ে !
দূর্বিসহ জীবন নষ্ট
লাভের কসরত হয় পাপিষ্ঠ !

অতপরেও আনন্দ মোদের কাম্য !
কথার মালায় হয় শান্তির সাম্য ?
জীবন প্রাণ সুন্দর হোক
ঈদ মোবারক, ঈদ মোবারক !!



Tuesday, June 28, 2016

Love is not defeat



Love is not defeat.

Love sky
Love the moon
Love river
Love flowers
Dear ones love
Love the country
This love does not have any bass
Love is not defeat.
 Love is never defeated.

Love the name of loving kindness.
Love is the duty of responsibility where there is a strong presence of love.
Increases the strength of love, peace and happiness in the society.
The mother loves the child, for the love of the mother and the child is not to give evidence.
Love is an instinct of the creature,
Love is not by works,
Love becomes automatically.
But it is the duty of love is involved with.
When a child loves his father or mother shall be the duty of responsibility with love.
Or else the world may well be the cause of evil in society.
Oiysi felt bitterness towards such parents.
She became a woman unloved.
Because he had killed his father and mother.
  Missing due to his duty of responsible conduct because the parents were evil.
The children of parents killed by an abnormal event.
This is the tragic and very sad to say that the father of one society could not accept.
Love should be mutual understanding between husband and wife.
Mutual respect between husband and wife will be staying.
Otherwise, they might fall in love rhythm.



Wednesday, June 22, 2016

কবিতা - আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার

আবোল তাবোল ভাবনা তার নেই কোন ন্যায় পন্থা,
পানি দিয়ে বিস্কুট খায় স্বাদ তার নোনতা।
রক্ত মেপে দেখে সে ডায়বেটিসের শংকা,
ভাবেনা সে একদিন তার হবে যে অক্কা।
সুবিচারের নামে সে কষ্ট দেয় সদা মানুষকে,
মূল্যবোধ হ্রাসের কারণ সে দোষ দেয় সম্প্রদায়কে।
মরণ তারে সদাই ডাকে সুক্ষ সে রশির টানে,
অভিশাপের বিষের তীর ছোটে যায় তার পানে।
এতো কিছু হবার পরও বিশ্বাস যে তার অল্প,
তবু তার হয়না শেষ বড় হবার গল্প ।
এভাবেই সে হতভাগ্য জানেনা সে কভু
বিচার তার হবে যে ছাড়বেন না মহা প্রভু ।
জীবনের অর্থ জানে না মনে ভরা তার দম্ভ,
মানুষদের উপকারে লাগে না অনর্থ যার কম্ম।
তার কারণে কষ্টের জীবন,দু:খী মানুষের চেখের জল,
নেকী গুলো তার পাপ হয়ে যায়,এটা তার কর্ম ফল।
শান্তনার ভাগ্য খুজে কেউ ফুটপাতে গিয়ে,
অত্যাচারীর ভাগ্য লেখা পড়ে শুনায় অবুঝ পাখী টিয়ে ।।

-খাজা আলী আমজাদ মাহবুব

Saturday, June 11, 2016

।।স্বাস্থ্য সেবা।।

।।স্বাস্থ্য সেবা।।

নিশ্চিত করতে হবে দরিদ্রদের স্বাস্থ্য সেবা,
মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর আজকের হক কথা।
তার কথায় প্রীত সকল অনুসারী সূধী মহল
বাস্তবতা দূরস্ত,গরীবের নয়নে কষ্টের জল।
সেবিকাদের জীবন ধারণের দাবি ছিল চাই চাকুরী ,
দেশের রাজা ,করে লাঠিপেটা, তারা যে সরকারী ।
সেবা দানের প্রশিক্ষণ ছিল,মমতা তাদের ধর্ম,
লাঠিপেটা হলো নার্স জানেন না সে পাপের মর্ম ?
দীনহীনে দিন আনে দিন খায়,আজীবনের সাজা,
নূন্যতম জীবন ধারণের জন্য নেই কোন মহাজনের দিশা।
স্বাস্থ্যকর জীবন ধারণ হয়না বাচা তাদের কভু,
ভাল কথার মালা সাজান শুধু,তারা যে সদাই প্রভু।
তাইতো তারা অস্বাস্থ্যকর পরিবেশে করে জীবন আহরণ
ডাস্ট বিনের ভাঙ্গারি মাল সংগ্রহে এই গরীবের জীবন ধারণ।
জীবন এখানে অস্বাস্থ্যকর পরিবেশ থাকে রোগাক্রান্ত,
বৈষম্যের বিষের তীরে কেন এরা সদা আক্রান্ত ?
ক্লিন ঢাকার অভিশাপ আবর্জনায় মানুষের জীবন
বড় মানুষ আরো বড় হন, হুশ হবে তাদের কখন.. ?

খাজা আলী অামজাদ মাহবুব

Friday, May 20, 2016

ট্রেনের নাম কালনী এক্সপ্রেস


।।ট্রেনের নাম কালনী এক্সপ্রেস ।।

ছন্দের তালে তালে চলে হেলে দোলে,
সাত সকালে না চড়লে যাবে সে চলে,
সকালের কোমল আবহাওয়ায় শোভনীয বেশ,
ইন্টার সিটি ট্রেন কালনী এক্সপ্রেস।
সিলেট হতে ঢাকা সদা চলাচল তার,
যেতে পারেন ইচ্ছে হলে,বন্ধ শুক্রবার।
আরামদায়ক ভ্রমণে ছন্দ আর গতির ,
কখনো আনন্দের কখনো বিরক্তির।
যেমন গায়ক বেহালা বাজায় গানে,
মন ভরে যায় তার সূরের তানে,
প্রতিবন্ধী মিশু ভিক্ষা চাহে গীতের ছলে,
কেহ দেন না তারে অবহেলায় ঠেলে,
অসহায় অক্ষম ভিক্ষা করে জীবনের কারণে,
ভিক্ষা দেন জগত পালকের স্মরণে
সক্ষম করেছেন যিনি সকলেরে।
যখন হয় পানির পিপাসা,
ঠান্ডা পানি নিয়ে হাজির ফেরিওয়ালা।
মাঝ পথে হয়ে যায় যাত্রীদের ভীর,
বিনা টিকেটের লোকজন ?
মনে বিদ্ধ হয় সন্দেহের তীর ?

হঠাত কি জানি কি কারণে বচসা হয় দুজনের,
বিরক্তির কারণ হয় সব সজ্জনের,
তখন পুলিশ টিটির দেখা যায় না ছায়া,
প্রতি ষ্টেশন অন্তর বাড়ে মানুষের কায়া।
অধিক জনসংখ্যার সমস্যা আর অভাবের দেশ বাংলাদেশ,
তারি মধ্যে চলচল করে কালনী এক্সপ্রেস।।


Sunday, May 8, 2016

কালনী নদীর আনাড়ি মাঝি

 কালনী নদীর আনাড়ি মাঝি

কালনী নদীর বৈশাখী পানি
ছোট্ট আমার ডিঙ্গি খানি
শখের বশে বৈঠা টানি
আনাড়ি এক মাঝি আমি !

Friday, April 22, 2016

।।জাঁহাপনা ঈমানদার ।।



।।জাঁহাপনা ঈমানদার ।।
কৃষক আর্জি জানালেন,-
জাঁহাপনা ঈমানদার !
কাঁদে না আপনার পরা?
ফসলের মাঠ আজ জলাশয়,
শক্ত বাঁধ হলো না কেন মহাশয়?
জাঁহাপনা ঈমানদার !
কে জামিনদার ?’

জাঁহাপনা হুঙ্কার দিলেন,
জলের কাজ জলে করেছে
মাটির বাঁধের তাতে দোষ কি রে ?
প্রশ্ন করিস আমার তরে !
দুঃসাহস তোর, সকলি ডরে !
আল্লাহর ধর্ম আল্লাহ করেছে
তোর কি তাতে যায় আসে !?’

কৃষক হাতজোড় করি কহিলেন,-
মাফ করিবেন সমাজ পতি,
আপনার বিনা নেই যে মোর গতি ।

অতপর মহাশয় ছবক দিলেন,-
ফিরে যা !সদা জপা চাই মোর জয় গান,
তাতেই তোর বাঁচবে জীবন মান

অবশেষে কৃষক আসিলেন ফিরে
মহাশয়ের মহা বানী নিয়ে, ধীরে।
জাহাপনা ঈমানদার !
জয়ের মালা বারংবার !