Friday, March 17, 2017

জনতা বুনে কল্পনায় ফানুস

জনতা বুনে কল্পনায় ফানুস

বাঘ মরা সিংহ রাজা
কার পাতে মাছ ভাজা?
মাছের লোভে মানুষ মারা
রক্তে সিক্ত মাটির ধরা ।


সিংহ পূরুষ গেল যে মরে
সিংহ মার্কা জয়ের সূরে
ডাঙ্গার নৌকা হেলে থাকে
নিশ্চিত জয়ে চিত্ত দোলে।

ত্যাজ্যবিত্তের জমিদারী
সুবিধাবাদী মহাজনী
ভোট দেয়ার খবরদারী
চীর বৈষম্যের নীতিধারী ।

লুটের বিত্তে মহাবুদ্ধি
জন সেবায় প্রতিবন্ধী
গরীব অস্পৃশ্যের আহাজারী
পূজারী মন কম জোরী ।

ভাষন প্রচারে মহৎ হৃদয়
মূল্যবোধের হয় ক্ষয়
সাধু বাবা নেংটা হয় !
সুন্নত তাতে কোথায় রয় ?

রাজা আসে রাজা যায়
জনগণের কি আসে যায় ?
চমৎকার ভাষনে ভাল মানুষ
জনতা বুনে কল্পনায় ফানুস !

Thursday, March 16, 2017

বঞ্চিত জনগণ সোনার বাংলাদেশ

বঞ্চিত জনগণ সোনার বাংলাদেশ

অসহায় মানুষ সত্ত্বা বৈষম্যে শৃঙ্খলিত
অধিকারহীন ভোটে গণতন্ত্র সম্পদ কুক্ষিগত
আপোষ চেতনা লালায়িত বিত্তের দৈত্য
দাম্ভিকের কি হয় কভু মনুষ্য চরিত্র ?


অন্যায়ে স্ফিত অর্থ বিত্ত অদম্য শক্তি
চেতনার অপশাসন মুজলুমের ভক্তি
লালসার সম্পদ ভোগী মাতাল খুনী
আদমের লোহিত পিচাশীয় মদির পানীয় ।

প্রতিবাদী ভীম চেন্ত্রাসী ভোগের কমতি
সতীর্থ বিনাশে রাবন চিত্ত পূজারী শক্তি
ভোগবাদী অঞ্জলী সম্প্রদান ভোগ নিমিত্ত
মহান দেবী প্রসন্ন নিশ্চিন্ত মদির উম্মত্ত ।

গরীবের কষ্ট দেবীর ক্ষমতার মহান আসন
বৈষম্যের সম্পদ দমন পীড়ণ হত্যা গুম শাসন
দেব দেবী স্তুতি আর চেতনা পূজারীময় দেশ
বিষম উন্নয়নে বঞ্চিত জনগণ সোনার বাংলাদেশ ?

Sunday, March 5, 2017

ভাঙ্গা বাঁধ


ভাঙ্গা বাঁধ

ঐ দেখা যায় ভাঙ্গা বাঁধ
ভাটির দেশের ধান
নয় ছয়ের যায়না ধাত
ধান ভাসায় বান ।

সম্মানী লোক মাটি কেটেছে
পানিতে নেমেছে কেউ
বানের পানি বাঁধ ভেঙ্গেছে
সাথে ছিল ডেউ ।

এই করেছি সেই করেছে
লুট পাটের ফিকির
ফসল হাড়িয়ে কৃষক মরেছে
মহৎ কাজের জিগীর ।

কান্না যাদের সারা জীবনে
খোঁজ রাখে কি কেউ ?
অন্ধকারের অসভ্য বনে
স্বার্থ লোভী ফেউ ।

কৃষক মরে বাংলাদেশে
লুট পাটের রাজনীতি
ফসল সদা পানিতে ভাসে
যায় কি দুর্নীতি ?

Friday, March 17, 2017

জনতা বুনে কল্পনায় ফানুস

জনতা বুনে কল্পনায় ফানুস

বাঘ মরা সিংহ রাজা
কার পাতে মাছ ভাজা?
মাছের লোভে মানুষ মারা
রক্তে সিক্ত মাটির ধরা ।


সিংহ পূরুষ গেল যে মরে
সিংহ মার্কা জয়ের সূরে
ডাঙ্গার নৌকা হেলে থাকে
নিশ্চিত জয়ে চিত্ত দোলে।

ত্যাজ্যবিত্তের জমিদারী
সুবিধাবাদী মহাজনী
ভোট দেয়ার খবরদারী
চীর বৈষম্যের নীতিধারী ।

লুটের বিত্তে মহাবুদ্ধি
জন সেবায় প্রতিবন্ধী
গরীব অস্পৃশ্যের আহাজারী
পূজারী মন কম জোরী ।

ভাষন প্রচারে মহৎ হৃদয়
মূল্যবোধের হয় ক্ষয়
সাধু বাবা নেংটা হয় !
সুন্নত তাতে কোথায় রয় ?

রাজা আসে রাজা যায়
জনগণের কি আসে যায় ?
চমৎকার ভাষনে ভাল মানুষ
জনতা বুনে কল্পনায় ফানুস !

Thursday, March 16, 2017

বঞ্চিত জনগণ সোনার বাংলাদেশ

বঞ্চিত জনগণ সোনার বাংলাদেশ

অসহায় মানুষ সত্ত্বা বৈষম্যে শৃঙ্খলিত
অধিকারহীন ভোটে গণতন্ত্র সম্পদ কুক্ষিগত
আপোষ চেতনা লালায়িত বিত্তের দৈত্য
দাম্ভিকের কি হয় কভু মনুষ্য চরিত্র ?


অন্যায়ে স্ফিত অর্থ বিত্ত অদম্য শক্তি
চেতনার অপশাসন মুজলুমের ভক্তি
লালসার সম্পদ ভোগী মাতাল খুনী
আদমের লোহিত পিচাশীয় মদির পানীয় ।

প্রতিবাদী ভীম চেন্ত্রাসী ভোগের কমতি
সতীর্থ বিনাশে রাবন চিত্ত পূজারী শক্তি
ভোগবাদী অঞ্জলী সম্প্রদান ভোগ নিমিত্ত
মহান দেবী প্রসন্ন নিশ্চিন্ত মদির উম্মত্ত ।

গরীবের কষ্ট দেবীর ক্ষমতার মহান আসন
বৈষম্যের সম্পদ দমন পীড়ণ হত্যা গুম শাসন
দেব দেবী স্তুতি আর চেতনা পূজারীময় দেশ
বিষম উন্নয়নে বঞ্চিত জনগণ সোনার বাংলাদেশ ?

Sunday, March 5, 2017

ভাঙ্গা বাঁধ


ভাঙ্গা বাঁধ

ঐ দেখা যায় ভাঙ্গা বাঁধ
ভাটির দেশের ধান
নয় ছয়ের যায়না ধাত
ধান ভাসায় বান ।

সম্মানী লোক মাটি কেটেছে
পানিতে নেমেছে কেউ
বানের পানি বাঁধ ভেঙ্গেছে
সাথে ছিল ডেউ ।

এই করেছি সেই করেছে
লুট পাটের ফিকির
ফসল হাড়িয়ে কৃষক মরেছে
মহৎ কাজের জিগীর ।

কান্না যাদের সারা জীবনে
খোঁজ রাখে কি কেউ ?
অন্ধকারের অসভ্য বনে
স্বার্থ লোভী ফেউ ।

কৃষক মরে বাংলাদেশে
লুট পাটের রাজনীতি
ফসল সদা পানিতে ভাসে
যায় কি দুর্নীতি ?