Saturday, December 10, 2016

শান্তি বিরাজের সমাজ হোক দূর বৈষম্য।ছায়াবীথি ছাইতন গাছের সুগন্ধ সূরভী
 বন পথে মন ভুলায় হঠাৎ ফুটন্ত করবী
মেঠো পথ চলে গেছে ছড়ানো ধূলায় বকুল
শেফালীর মৌ মৌ সুবাসে মন করে আকুল ।

ডাহুক ডাকে ক্ষণে মন উদাসী বিরহী
মাছরাঙা ঝাপ দেয় পুঁটিটা পায় কী ?
শুভ্র বকের দল দিগন্তসবুজ ধান ক্ষেত
ময়না সাথীরে ডেকে ডানা মেলে চকিত ।

রাখাল গরুর পাল লয়ে দেয় হাক
 ডিম পাড়া মুরগীর বিরামহীন ডাক
কৃষানীর ধান উড়ানো বাতাসের গুঞ্জন
শিশুদের পড়ার ছন্দ সমবেত উচ্চারণ।

শিশুর দল খেলে নিয়ে তার শখের গাড়ি
অসীম সম্ভাবনাময় জীবন দিবে যে পাড়ি
প্রিয় মাটিতে খেলাধূলা আত্মীক  ভালবাসা
ভবিষ্যত প্রজন্ম শিশুরা তারাই দেশের আশা।

মায়াময় সুন্দর এই চিত্র সোনার বাংলার
আজ কেন মানুষের চরিত্র স্বার্থ হিংসার ?
মানুষে মানুষে হোক গড়ে তোলা নীতি সাম্য
শান্তি বিরাজের সমাজ হোক দূর বৈষম্য।

Saturday, December 10, 2016

শান্তি বিরাজের সমাজ হোক দূর বৈষম্য।ছায়াবীথি ছাইতন গাছের সুগন্ধ সূরভী
 বন পথে মন ভুলায় হঠাৎ ফুটন্ত করবী
মেঠো পথ চলে গেছে ছড়ানো ধূলায় বকুল
শেফালীর মৌ মৌ সুবাসে মন করে আকুল ।

ডাহুক ডাকে ক্ষণে মন উদাসী বিরহী
মাছরাঙা ঝাপ দেয় পুঁটিটা পায় কী ?
শুভ্র বকের দল দিগন্তসবুজ ধান ক্ষেত
ময়না সাথীরে ডেকে ডানা মেলে চকিত ।

রাখাল গরুর পাল লয়ে দেয় হাক
 ডিম পাড়া মুরগীর বিরামহীন ডাক
কৃষানীর ধান উড়ানো বাতাসের গুঞ্জন
শিশুদের পড়ার ছন্দ সমবেত উচ্চারণ।

শিশুর দল খেলে নিয়ে তার শখের গাড়ি
অসীম সম্ভাবনাময় জীবন দিবে যে পাড়ি
প্রিয় মাটিতে খেলাধূলা আত্মীক  ভালবাসা
ভবিষ্যত প্রজন্ম শিশুরা তারাই দেশের আশা।

মায়াময় সুন্দর এই চিত্র সোনার বাংলার
আজ কেন মানুষের চরিত্র স্বার্থ হিংসার ?
মানুষে মানুষে হোক গড়ে তোলা নীতি সাম্য
শান্তি বিরাজের সমাজ হোক দূর বৈষম্য।